কোথায় শিখবেন বিদেশি ভাষা

কোথায় শিখবেন বিদেশি ভাষা

  • ক্যারিয়ার ডেস্ক

বাইরের দেশে পড়াশুনা, কাজ এবং স্থায়ীভাবে বাস করতে যাওয়ার ক্ষেত্রে প্রধান শর্ত হল সে দেশের ভাষা জানা থাকা। আপনি যে দেশেই যান না কেন আপনার সে দেশের ভাষাজ্ঞান নিয়েই তবে সে দেশে পড়াশুনা, কাজ এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। জেনে নিন কোথায় কোন ভাষা শিখতে পারবেন।

ব্রিটিশ কাউন্সিল

এটি যুক্তরাজ্য থেকে পরিচালনা করা হয়। ইংরেজি ভাষার ওপর কোর্স করার জন্যে সেরা এই ব্রিটিশ কাউন্সিল। আপনি বিভিন্ন মেয়াদের কোর্স এখান থেকে করতে পারবেন। আপনি IELTS এর ওপরে প্রস্তুতিমূলক কোর্স এখান থেকেই করে নিতে পারবেন। তাছাড়া IELTS এর পরীক্ষা ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির যৌথ অধীনেই অনুষ্ঠিত হয়ে থাকে।

ঠিকানা: প্রধান কার্যালয়ঃ ৫ ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোন: +৮৮০৯৬৬৬৭৭৩৩৭৭

শাখা: ধানমন্ডি টিচিং সেন্টার, ৭৫৪ বি, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা। ফোন: +৮৮০৯৬৬৬৭৭৩৩৭৭

উত্তরা টিচিং সেন্টার (ইন্টারন্যাশনাল তুরকিশ হোপ স্কুল), গেত-২, প্লত-৭, রোড-৬, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা। ফোন: +৮৮০৯৬৬৬৭৭৩৩৭৭

চট্টগ্রাম টিচিং সেন্টার, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, জামাল খান, চট্টগ্রাম। ফোন: +৮৮০৩১২৫৩০০১৫২১

সিলেট টিচিং সেন্টার, সিলেট। ফোন: +৮৮০১৭৩০৩৩৪০২৩

ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট

আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

আধুনিক ভাষা ইনস্টিটিউটে ১৫টি ভাষার ওপর কোর্স করানো হয়। ভাষাগুলি হচ্ছে – ফরাসি, জার্মান, জাপানি, আরবি, রুশ, ফারসি, ইংরেজি, কোরিয়ান, চীনা, স্প্যানিশ, তুর্কি, পর্তুগিজ, ইটালিয়ান, উর্দু, হিন্দি। কোর্সগুলি সল্প এবং দীর্ঘ মেয়াদী। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে কোর্স করতে পারে। বাইরের শিক্ষার্থীরা নির্দিষ্ট ফি এর বিনিময়ে কোর্স নিতে পারেন তবে তাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যেকোনো একটিতে কমপক্ষে বি গ্রেড পেতে হবে।

ঠিকানা: আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোনঃ +৮৮০২৯৬৬১৯০০-বর্ধিত (৮৫২০/৮৫২১/৮৫৩০)

জাপান স্টাডিজ সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত জাপান স্টাডিজ সেন্টারে ২ বছর মেয়াদী ডিপ্লোমা করানো হয়।

ঠিকানা: জাপান স্টাডিজ সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

আধুনিক ভাষা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিচালিত এই ইনস্টিটিউটে ভর্তি হতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস হতে হবে।

ঠিকানা: আধুনিক ভাষা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাটাজারি, চট্টগ্রাম।

আধুনিক ভাষা ইনস্টিটিউট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

উচ্চ মাধ্যমিক পাসকৃত যেকেউই এখানে ভর্তি হতে পারবেন।

ঠিকানা: আধুনিক ভাষা ইনস্টিটিউট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।

গোয়েথে ইনস্টিটিউট

জার্মান শিখার জন্যে জনপ্রিয় ইনস্টিটিউট হল এই গোয়েথে ইনস্টিটিউট। এটি সরাসরি জার্মান দূতাবাস থেকে পরিচালনা করা হয়। Intensive এবং Extensive এই দুই প্রকারের কোর্স এখানে করার সুযোগ রয়েছে।

ঠিকানা: গোয়েথে ইনস্টিটিউট, হাউস নাম্বার-১০, রোড-৯, ধানমন্ডি, ঢাকা। ফোনঃ +৮৮০২৯১২৬৫২৫

গোয়েথে ইনস্টিটিউটের ওয়েবসাইট

ডী স্প্রাখে

চট্টগ্রামে জার্মান ভাষা শিখার ব্যক্তিগত ইনস্টিটিউট। আপনি এখান থেকে বিশ্বমানের জার্মান কোর্স সম্পন্ন করতে পারবেন। সন্ধ্যাকালীন এবং সাপ্তাহিক দিনে এই দুই ধরণের কোর্স এখানে চালু রয়েছে।

ঠিকানা: ডী স্প্রাখে, ২১৬ জামালখান রোড, ৫ম তলা, চেরাগি পাহাড়, চট্টগ্রাম। ফোনঃ +৮৮০১৭১৫২৪১৭২০

আলিয়ঁস ফ্রঁসেস

ফরাসি ভাষা শিখার ক্ষেত্রে আলিয়ঁস ফ্রঁসেস অন্যতম। ফরাসি দূতাবাস এটি পরিচলনা করে। কোর্সের মেয়াদ এক বছর। তবে কোর্সের মেয়াদ ক্লাস এবং সময় বাড়িয়ে বাড়ানো যায়।

ঠিকানা: ধানমন্ডি শাখা: ২৬ মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা। ফোনঃ +৮৮০১৬৭৮০৮৬৪৪২

গুলশান শাখা: হাউস ৮, রোড ৭, গুলশান ১, ঢাকা। ফোনঃ +৮৮০১৭১৪০৯৯২৯২

উত্তরা শাখা: প্লট ১৫, ঈশা খান এভিনিউ, সেক্টর ৬, উত্তরা, ঢাকা। ফোনঃ +৮৮০১৬৭৮০৩১৪০০

চট্টগ্রাম: ১২৩ কে.বি. ফজলুল কাদের রোড, পাঁচলাইশ আ/এ, চট্টগ্রাম। ফোনঃ +৮৮০৩১৬১৫৭৪০

আলিয়ঁস ফ্রঁসেসের ওয়েবসাইট

রাশিয়ান কালচারাল সেন্টার

রাশিয়ান ভাষা শিখার ক্ষেত্রে ভালো একটি সেন্টার। রাশিয়ান দূতাবাস দ্বারা এটি পরিচালনা করা হয়। ৯ মাসের কোর্স ৩টি সেমিস্টারে হয়ে থাকে।

ঠিকানা: হাউস ৪২ (৫১০), ভাষা সৈনিক এম. এ. মতিন রোড (রোড ৭), ধানমন্ডি আ/এ, ঢাকা। ফোনঃ +৮৮০১৮১৭২৯৪৫৯৫

রাশিয়ান কালচারাল সেন্টারের ওয়েবসাইটfavicon59

Sharing is caring!

Leave a Comment