স্পট মার্কেটে যাচ্ছে ন্যাশনাল টি

স্পট মার্কেটে যাচ্ছে ন্যাশনাল টি

  • অর্থ ও বাণিজ্য 

বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট সামনে রেখে স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শেয়ার স্পট মার্কেটে কেনাবেচা হবে। চলবে রোববার (৪ ডিসেম্বর) পর্যন্ত। ৫ ডিসেম্বর রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতায় এবার ১৮ মাসে হিসাব বছর গণনা করেছে ন্যাশনাল টি। এ সময়ের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ২৪ পয়সা।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল পূর্বানীতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে কোম্পানিটি। এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ১৫ টাকা ১৭ পয়সা ইপিএস দেখিয়েছে ন্যাশনাল টি। আগের বছর একই সময়ে যা ছিল ১২ টাকা ২৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৫৪ টাকা ৮৮ পয়সা।

ডিএসইতে সর্বশেষ ৬৮৩ টাকায় ন্যাশনাল টিয়ের শেয়ার হাতবদল হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৪৮৯ টাকা থেকে ৭২৮ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১০৬ দশমিক ৩৯, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ১১ দশমিক ১৯। favicon59-4

Sharing is caring!

Leave a Comment