সুইডেনে কর্মী পাঠাবে বাংলাদেশ

সুইডেনে কর্মী পাঠাবে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

সুইডেনে কর্মী পাঠাবে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গে বৈঠক করেছেন দেশটির জাস্টিস অ্যান্ড মাইগ্রেশন বিষয়ক মন্ত্রী মিস্টার মরগান জোহানসন।

গতকাল মঙ্গলবার রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে  সুইডেনের ওই মন্ত্রীর সাথে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি উপস্থিত ছিল।

বৈঠকে সুইডেনে কর্মী প্রেরণের বিষয়ে সুইডেনের মন্ত্রীকে অনুরোধ করেন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। এছাড়া তিনি তাদের সার্কুলার মাইগ্রেশনের কর্মসূচিতে বাংলাদেশের জনশক্তি নিয়োগের বিষয়টি পুনঃবিবেচনার জন্যও অনুরোধ জানান। এক পর্যায়ে সুইডিশ মন্ত্রী মিস্টার মরগান জোহানসন অভিবাসন বিষয়ে বাংলাদেশের সাথে একত্রে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া তিনি ২০১৬ সালে জিএফএমডি’র বর্তমান চেয়ার বাংলাদেশ-কে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করেন।

উক্ত বৈঠকে আরো উপস্থিত ছিলেন  প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার, সুইডেনস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার, ঢাকাস্থ সুইডেনের রাষ্ট্রদূত মিস্টার জোহান ফ্রিজেলসহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা। favicon59

Sharing is caring!

Leave a Comment