পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

  • নিউজ ডেস্ক 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৬৪৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৯১ কোটি টাকা বেশি লেনদেন। বুধবার ডিএসইতে ৫৫৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৭৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫৮ পয়েন্টে।

ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : এপেক্স ফুটওয়ার, কনফিডেন্ট সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, শাশা ডেনিমস, স্কয়ার ফার্মা, ইস্টার্ন হাউজিং, ডরিন পাওয়ার, যমুনা ওয়েল, বিএসআরএম লিমিটেড ও মবিল যমুনা বিডি।

দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এপেক্স ফুডস, ন্যাশনাল টিউবস, শাশা ডেনিমস, কোহিনূর কেমিক্যাল, কনফিডেন্ট সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, গোল্ডেন হার্ভেস্ট, ইস্টার্ন হাউজিং, মোজাফফর হোসেন স্পিনিং ও ন্যাশনাল ব্যাংক মিউচুয়াল ফান্ড।

দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : রহিম টেক্সটাইল, শ্যামপুর সুগার, ইমাম বাটন, লিগ্যাসি ফুটওয়ার, তাল্লু স্পিনিং, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং, বিডি অটোকারস, পাওয়ার গ্রিড ও জুটস স্পিনার্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।favicon59-4

Sharing is caring!

Leave a Comment