পুঁজিবাজারে সাড়ে ৬শ’ কোটি টাকা লেনদেন

পুঁজিবাজারে সাড়ে ৬শ’ কোটি টাকা লেনদেন

  • নিউজ ডেস্ক 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সোমবারে ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও দিনটিতে একই পরিস্থিতি বজায় ছিল। উভয় বাজারেই দিনটিতে আর্থিক প্রতিবেদনের প্রভাব লক্ষ্য করা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৬৪৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৭৯ কোটি ৪৮ লাখ টাকা বেশি লেনদেন। রবিবার ডিএসইতে ৫৬৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৪৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৪৬ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, কনফিডেন্ট সিমেন্ট, পাওয়ার গ্রিড, ডরিন পাওয়ার, একমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল টিউবস, শাশা ডেনিমস, গোল্ডেন হার্ভেস্ট, ইস্টার্ন হাউজিং ও ফরচুন সুজ।

দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল টিউবস, একমি ল্যাবরেটরিজ, পেনিনসুলা চট্টগ্রাম, শাশা ডেনিমস, সালভো কেমিক্যাল, ইবনে সিনা, নর্দান ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং এ্যান্ড ফাইনান্স, অলিম্পিক এক্সেসরিজ ও বিডি ফাইনান্স।

দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ডরিন পাওয়ার, জাহিন টেক্সটাইল, স্ট্যান্ডার্ড সিরামিক, ওরিয়ন ইন্িফউশন, ফু-ওয়াং সিরামিক, মডার্ন ডাইং, পাওয়ার গ্রিড, মোজাফফর হোসেন স্পিনিং, বঙ্গজ ও সিভি পেট্রো কেমিক্যাল।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৯৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।favicon59-4

Sharing is caring!

Leave a Comment