আহমেদ রশীদ লালী ডিবিএর সভাপতি নির্বাচিত

আহমেদ রশীদ লালী ডিবিএর সভাপতি নির্বাচিত

  • অর্থ ও বাণিজ্য  

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন আহমেদ রশীদ লালী। গতকাল ডিবিএর দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংগঠনটির সদ্য নির্বাচিত পরিচালকরা তাকে সভাপতি নির্বাচিত করেন। একই সঙ্গে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোস্তাক আহমেদ সাদেক এবং সহ-সভাপতি নির্বাচিত হন খুজিস্তা নুর-ই-নাহরীন।

গতকাল সন্ধ্যায় ডিএসইর জনসংযোগ কর্মকর্তা মো শফিকুর রহমান জানিয়েছেন, আহমেদ রশীদ লালী ও মোস্তাক আহমেদ সাদেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আহমেদ রশীদ লালী

৩০ বছরেরও বেশি সময় ধরে ডিএসইর সদস্য হিসেবে পুঁজিবাজার নিয়ে কাজ করছেন আহমেদ রশীদ লালী। তিনি ২০০৫ সালে স্টক এক্সচেঞ্জটির সহসভাপতি ও ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত দুই বছর জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিন বছর ডিএসইর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও আঞ্চলিক স্টক এক্সচেঞ্জের সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জেস-এর ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনেরও অভিজ্ঞতা রয়েছে তার।

আহমেদ রশীদ লালী ডিএসইর করপোরেট সদস্য রশীদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

মোস্তাক আহমেদ সাদেক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেয়া মোস্তাক আহমেদ সাদেক বর্তমানে ডিএসইর সদস্য প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেস লিমিটেডের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বাউনিয়া জুট মিল, আমিন জুট মিল ও ক্রিসেন্ট জুট মিলের মহাব্যবস্থাপক এবং উসমানিয়া গ্লাস ফ্যাক্টরি ও ঢাকা ভেজিটেবলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। দেশের পুঁজিবাজারে দীর্ঘ ৩৫ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে মোস্তাক আহমেদ সাদেকের।

খুজিস্তা নুর-ই-নাহরীন

২০১৩ সালে প্রথমবারের ডিএসইর পরিচালক নির্বাচিত হন খুজিস্তা নুর-ই-নাহরীন। স্টক এক্সচেঞ্জটির সদস্য প্রতিষ্ঠান মডার্ন সিকিউরিটিজ লিমিটেডের এমডি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করা নাহরীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রয়াত আওয়ামী লীগ নেতা ডা. জাহাঙ্গীর সাত্তার টিংকুর স্ত্রী। favicon59-4

Sharing is caring!

Leave a Comment