সালমান-শাহরুখের বিরুদ্ধে আদালতে মামলা

সালমান-শাহরুখের বিরুদ্ধে আদালতে মামলা

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান এবং সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মীরুত হিন্দু মহাসভা। স্থানীয় আদালত সেটি গ্রহণ করে আগামী ১৮ জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য করেছে।

ভারতীয় বেসরকারী টিভি চ্যানেল কলারসের রিয়েলিটি শো ‘বিগ বস’-এর একটি পর্বের প্রোমোর দৃশ্যে জুতো পরে শাহরুখ এবং সালমানকে মন্দিরের মধ্যে দেখা যায়। হিন্দু মহাসভার দাবি, এটি সম্পূর্ণ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত। এ কারণেই মামলাটি দায়ের করা হয়েছে। এ সম্পর্কে হিন্দু মহাসভার মীরুত ইউনিটের সভাপতি ভারত রাজপুত বলেন, ‘গত বছরের ডিসেম্বরে টিভি চ্যানেল কালারসের ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের একটি পর্বে সালমান এবং শাহরুখকে জুতো পরে কালি মন্দিরের মধ্যে দেখা যায়।’

তিনি জানান, এরপর তিনি মীরুতের এসএসপি এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ২৩ ডিসেম্বর একটি চিঠি পাঠান। পাশাপাশি চ্যানেল কর্তৃপক্ষের কাছেও একটি ইমেইল পাঠিয়েছিলেন তিনি। তিনি দাবি করেন, কোনো ব্যক্তিরই ধর্মীয় স্থানে জুতো পরে প্রবেশ করা উচিৎ নয়। আর এটি টিভি চ্যানেলে প্রচার হওয়া মানে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। রাজপুত বলেন, ‘যখন চ্যানেল এ নিয়ে কোনো সাড়া দেয়নি এবং পুলিশও বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি, তখন সঞ্জয় কুমার সিং সিজেএম আদালতে চ্যানেল, প্রোগ্রাম ডিরেকটর, সালামান এবং শাহরুখ খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি।’ favicon59

Sharing is caring!

Leave a Comment