শুভ জন্মদিন মহানায়িকা

শুভ জন্মদিন মহানায়িকা

  • বিনোদন ডেস্ক 

এই উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন। আজ তার জন্মদিন। বাংলাদেশের পাবনা জেলায় তার বাড়ি। ১৬টি বছর বাংলার মাটির সাথে তার সম্পর্ক ছিল। তিনি ভালো গান গাইতে পারতেন, নাচতে পারতেন এবং অভিনয়ে ছিলেন সাবলীল।

সুচিত্রা সেন ১৯৫২ সালে বাংলা সিনেমায় নাম লেখান। ১৯৬৩ সালে মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন ‘সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস’ জয় করেন। আর এটি পান তিনি ‘সাত পাকে বাঁধা’ সিনেমাতে অভিনয় করার জন্য। আর এটিই ছিল কোনো ভারতীয় অভিনেত্রীর প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কৃত। ১৯৭২ সালে তাকে পদ্মশ্রী সম্মাননা দেওয়া হয় এবং ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকারের বাংলাবিভূষণ সম্মাননা দেওয়া হয়। তবে ২০০৫ সালে সুচিত্রা সেনকে ভারতের চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তাব করা হলেও তিনি তা নিতে রাজি হননি। মহানায়িকা সুচিত্রা সেন আটটি হিন্দি এবং  ৫৪টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

২৫ বছর অভিনয়ের পর ১৯৭৮ সালে চলচ্চিত্র থেকে অবসর গ্রহণ করেন মহানায়িকা। নিজেকে আড়াল করে চলে যান স্বেচ্ছানির্বাসনে। favicon59

Sharing is caring!

Leave a Comment