পুরস্কারের অর্থ দরিদ্র ভারতীয়দের দান করলেন বচ্চন পরিবার

পুরস্কারের অর্থ দরিদ্র ভারতীয়দের দান করলেন বচ্চন পরিবার

বিনোদন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের রাজ্য সরকার ঘোষিত যশ ভারতী পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন, তার স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক বচ্চন। এই পুরস্কারের আওতায় বচ্চন পরিবারের এই তিন গুণী ব্যাক্তিকে মাসিক ৫০ হাজার রুপির একটি পেনশন স্কিমের আওতায় আনা হয়েছে। সংবাদ: ইন্ডিয়া টুডে

সংবাদ পাওয়া মাত্রই অমিতাভ বচ্চন রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সাথে সরকারকে তিনি অনুরোধ করেছেন, পেনশন স্কিমের এই অর্থ কোনো দাতব্য সংস্থাকে দিয়ে দিতে।

তিনি জানান, ‘আমার পরিবারকে যশ ভারতী পুরস্কারের যে ৫০ হাজার রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশ সরকার, তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি উত্তর প্রদেশ সরকারকে অনুরোধ করছি, এই অর্থ কোনো দাতব্য সংস্থাকে দিয়ে দিতে। এই মহতী উদ্যোগের অর্থ কোনো সত্যিকারের দরিদ্র মানুষের উপকারে আসলে আমি খুশি হব। এ ব্যাপারে আমি মুখ্যমন্ত্রীকেও লিখব।’

উল্লেখ্য, ভারতে যে ক’টি পেনশন স্কিম চালু আছে, অর্থমূল্যের বিচারে তার মধ্যে এটি সবচেয়ে বড়। শিল্প, সাহিত্য, ক্রীড়া, চিকিৎসা, সাংবাদিকতা এবং সামাজিক কাজে অবদানের স্বীকৃতি স্বরুপ স্বনামধন্য ব্যক্তিদের যশ ভারতী পুরস্কার দেওয়া হয়।  favicon

Sharing is caring!

Leave a Comment