বুধবারে শুরু দীপ্ত টিভির সম্প্রচার

বুধবারে শুরু দীপ্ত টিভির সম্প্রচার

বিনোদন ডেস্ক: দেশের স্যাটেলাইট টিভি চ্যানেল জগতে ১৮ অক্টোবর থেকে যুক্ত হচ্ছে দীপ্ত টিভি। ‘আলোয় ভুবন ভরা’ শ্লোগানকে সামনে রেখে শুরু হচ্ছে দীপ্ত টিভির এই পথচলা। বিনোদন ও সংবাদনির্ভর চ্যানেল হবে দীপ্ত টিভি। তবে এ চ্যানেলটি একসঙ্গে ৪টি মেগাধারাবাহিক সম্প্রচারে করবে বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

মূলত দেশীয় দর্শকদের বাংলাদেশি চ্যানেল দেখতে আগ্রেহী করে তুলতে মেগা ধারাবাহিকগুলো সম্প্রচার করা হবে। আজ সোমবার রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্যগুলো জানান দীপ্ত টিভি চ্যানেল কর্তৃপক্ষ। উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী উরফী আহমেদ, পরিচালক কাজী জাহিন হাসান, বার্তা প্রধান নাজমুল আশরাফ ও হেড অব ব্রডকাস্ট মো: হাসিবুল হাসান।

মেগা ধারাবাহক নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী উরফী আহমেদ বলেন, ‘আমাদের নাটকগুলোতে প্রাধান্য দিয়েছি গল্পে। কারণ আমরা মনে করি, একটি নাটকের গল্পই প্রধান বিষয়। আর আমরা দর্শকের উপর বেশ কিছু জরিপ চালিয়েছি। যেখানে দেখা গেছে এদেশের ৭০ শতাংশ দর্শক ভারতের সিরিয়াল দেখছেন। পাশের দেশের নাটক নির্মাণের বিষয়গুলো আমাদের এখানে জোর দেওয়া হয়েছে। কারণ আমরা চাই আমাদের সব দর্শক আমাদের সঙ্গেই থাকুক।’

দীপ্ত টিভির তিন ধারাবাহিকের শিল্পীরা। ছবি: বাংলা ট্রিবিউন
দীপ্ত টিভির তিন ধারাবাহিকের শিল্পীরা। ছবি: বাংলা ট্রিবিউন

দীপ্ত টিভির পরিচালক কাজী জাহিন হাসান বলেন,‘ টিভি দর্শকদের বিজ্ঞাপন বিরক্তির বিষয় বিবেচনা করে প্রতি আধা ঘন্টায় মাত্র ৮ মিনিট বিজ্ঞাপন সম্প্রচার করা হবে। এছাড়াও সন্ধ্যার পর যে কোনও নাটক শেষ এবং শুরুর মাঝে কোনও বিজ্ঞাপন সম্প্রচার হবে না।’

আগামী বুধবার সন্ধ্যা ৬টা থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার কথাটিও পরিচালক নিজেই ঘোষণা করেন। favicon

Sharing is caring!

Leave a Comment