এখনই সময় পরিষেবা ব্যবসার

এখনই সময় পরিষেবা ব্যবসার

নতুন যারা ব্যবসা শুরু করতে চান তারা স্বভাবাবিকভাবেই বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তায় থাকেন। সঠিক পথে বিনিয়োগ করছি তো? বিনিয়োগ সব জলে যাচ্ছে না তো? এমন নানা প্রশ্ন তাকে ব্যস্ত রাখে। এই সময় ব্যক্তিগত উদ্যোগে কোন কোন ব্যবসা শুরু করা যেতে পারে তার একটি তালিকা প্রকাশ করেছে উদ্যেক্তাবিষয়ক বিখ্যাত ওয়েবসাইট এন্টারপ্রেনার। ইংরেজি থেকে ভাষান্তর করেছেন মারুফ ইসলাম


পোষা প্রাণির ভ্রাম্যমাণ হাসপাতাল

  • যতই বলা হোক দেশটা ইউরোপ নয়, তবু ইউরোপের অনেক সংস্কৃতিই আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। এই যেমন পোষা প্রাণির কথাই ধরা যাক। আমাদের দেশে এখন অনেকেই নিজ বাড়িতে পোষা প্রাণি রাখেন। তাদের নানা ধরনের রোগ বালাই হয়। কিন্তু পোষা প্রাণির জন্য আমাদের দেশে নেই কোনো বিশেষায়িত হাসপাতাল। এই ব্যাপারটাকেই ব্যবসা হিসেবে গ্রহণ করতে পারেন আপনি। আপনার কাজ হবে বাড়ি বাড়ি গিয়ে পোষা প্রাণিদের সেবা দেওয়া। একটি ‘হট লাইন’ নম্বর থাকবে যে নম্বরে ফোন করে গ্রাহকরা আপনার সেবা নেবেন।

ডায়াপার ডেলিভারি

  • এটিও হতে পারে ভ্রাম্যমাণ ব্যবসা। অর্থাৎ মানুষের বাড়ি বাড়ি গিয়ে শিশুদের ডায়াপার ডেলিভারি দেওয়া। এখন বেশিরভাগ মানুষই কর্মজীবী। অফিস সামলিয়ে ছোট্ট শিশুর জন্য মার্কেটে ডায়াপার কিনতে যাওয়ার মতো সময় অনেকেরই মেলে না। আপনার সেবা হবে, কর্মব্যস্ত এইসব মা-বাবাদের কাছে শিশুর ডায়াপার বিক্রি করা।

লন্ড্রি ব্যবসা

  • কাপড়-চোপড়ের প্রতি আগ্রহ আছে আপনার? তাহলে শুরু করতে পারেন লন্ড্রি ব্যবসা। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাপড় নিয়ে আসবেন আর সেসব ধোলাই করে নির্দিষ্ট দিনে পৌছে দেবেন তার বাড়িতে। আপনার সেবায় সন্তুষ্ট হলে সেই ব্যাক্তি তার বাড়ির সমস্ত কাপড় ধোলাই করে নেবে আপনার কাছ থেকে। আইডিয়াটা নতুন। শুরু করতে পারে আজই।

গলফ ক্লাব পরিষ্কারক

  • গলফ ক্লাব সাফ রাখার কাজ শুরু করতে পারেন। গলফ একটি বিলাসী এবং ব্যয়বহুল খেলা। এ খেলার জন্য ক্লাব সব সময় পরিষ্কার রাখতে হয়। আপনি বাণিজ্যিকভাবে শুরু করতে পারেন এই কাজ।

ব্যাক্তিগত পাচক

  • খাবার রান্না করার গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি হতে পারেন কারও ব্যাক্তিগত শেফ (পাচক), কোনো নামিদামি প্রতিষ্ঠানেরও পাচক হয়ে যেতে পারেন। এখন সময়টাই ব্যস্ততার। প্রত্যেকে নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত। কার এত সময় আছে সময় নিয়ে রান্না করার? তাই এখনকার বেশিরভাগ পরিবার চায় ব্যক্তিগত রন্ধনশিল্পী রাখতে। আপনি যদি রান্না করতে ভালোবাসেন তাহলে আজ থেকেই শুরু করতে পারেন কারও ব্যাক্তিগত পাচক হিসেবে কর্মজীবন।

এন্টারপ্রেনার অবলম্বনে। favicon5

Sharing is caring!

Leave a Comment