চলছে ‘ইনোভেশন এক্সট্রিম-২০১৬’

চলছে ‘ইনোভেশন এক্সট্রিম-২০১৬’

  • নিউজ ডেস্ক

রাজধানীর র‌্যাডিসন হোটেলে ওয়াটার ব্লু গার্ডেনে চলছে এসডি এশিয়া আয়োজিত ‘ইনোভেশন এক্সট্রিম-২০১৬’।
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের পৃষ্টপোষকতায় আজ (১৯ মার্চ) দ্বিতীয়বারের মতো আয়োজিত এ ইভেন্টে দেশের ২৫টি স্টার্টআপসহ ২৫ জন বিশিষ্ট শিল্পপতি অংশ নিয়েছেন।

দেশের উদ্যোক্তা সমাজকে বিনিয়োগকারী, দেশি-বিদেশি মিডিয়া এবং কর্পোরেট প্রফেশনালদের সামনে তুলে ধরাই এর উদ্দেশ্য।

নতুন স্টার্টআপগুলো দেখতে এখানে উপস্থিত হয়েছেন ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল, ফেসবুক, মাইক্রোসফট, বোস্টন কন্সাল্টিং গ্রুপ, সিগন্যাল ভেঞ্চার্স, মাস্টারকার্ড, আইএমজে ইনভেস্টমেন্ট পার্টনার্স, বঙ্গ, টপ অব মাইন্ড, রেজার ক্যাপিটাল, সহজ ডটকম, গো বিডি, বিডি জবস, চালডাল ডটকম, এইট বোডস ভেঞ্চার এবং এসডি এশিয়াসহ অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

১২টি সেশনে বিভক্ত এ ইভেন্টে বিনিয়োগকারীরা কীভাবে দেশীয় স্টার্টআপগুলোতে বিনিয়োগ করবে তার প্রতিচ্ছবি রয়েছে প্রতিটি সেশনে।

আয়োজন সম্পর্কে এসডি এশিয়ার প্রধান নির্বাহী মোস্তাফিজুর রহমান খান বলেন, একদিনের ইনোভেশন এক্সট্রিম ইভেন্টে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় স্টার্টআপগুলো তাদের প্রজেক্ট তুলে ধরার সুযোগ পেয়েছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব শেঠি, ফেঙ্কস ভেঞ্চার ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসউজ্জামান, মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবির, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান প্রমুখ ইভেন্টে বক্তব্য রাখবেন।

ইভেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ফেসবুক, দৈনিক ইত্তেফাক এবং টেক ইন এশিয়া। অংশ নেওয়া ২২টি স্টার্টআপের ১০ হাজার মার্কিন ডলার সমমানের মাইক্রোসফট ইয়ুথ পার্ক পুরস্কার জেতার সুযোগ থাকছে।favicon59

Sharing is caring!

Leave a Comment