ইনফোলিডার প্রশিক্ষণ পাচ্ছেন ১০ হাজার উদ্যোক্তা

ইনফোলিডার প্রশিক্ষণ পাচ্ছেন ১০ হাজার উদ্যোক্তা

  • উদ্যোক্তা ডেস্ক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, মানুষের সাফল্য গাঁথা, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ স্থানীয় পর্যায়ে সরকারের বহুমাত্রিক উন্নয়নের তথ্য মানুষকে জানাবে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তারা। এজন্য ইউডিসির (ইউডিসি) ১০ হাজার উদ্যোক্তাকে প্রতিবেদন ও ফিচার লেখার প্রশিক্ষণ দিয়ে ইনফোলিডার হিসেবে গড়ে তোলা হচ্ছে।’

গতকাল নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তৃণমূলের তথ্যজানালা কর্মসূচি ও তথ্যসেবা বার্তা সংস্থা’র  আয়োজিত নাটোর জেলার ইউডিসি উদ্যোক্তা-প্রশিক্ষণ কর্মশালায় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সরকারের ভবিষ্যত পরিকল্পনায় রয়েছে প্রতিটি ইউডিসিকে মিনি বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সেন্টার হিসেবে গড়ে তোলা। সেজন্য প্রতিবেদন ও ফিচার লেখার প্রশিক্ষণের পাশাপাশি ইউডিসি উদ্যোক্তাদের আউটসোর্সিং ও ই-কমার্সের প্রশিক্ষণ দেয়া হচ্ছে যাতে তারা একাধিক তরুণ-তরুণীকে সঙ্গে নিয়ে আউটসোর্সিং এবং ই-কমার্স ব্যবসা পরিচালনা করতে পারে।

তৃণমূলের তথ্যজানালা কর্মসূচি পরিচালক ড. মুহাম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, সিনিয়র সাংবাদিক অজিত কুমার সরকার। পলক আরও বলেন, মানুষের উন্নয়ন ও ক্ষমতায়নে তথ্যের গুরুত্ব অপরিসীম। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রয়োজনীয় তথ্য গ্রাম বাংলার মানুষকে জানানো হলে তা তাদের জীবন মানের উন্নয়নে যেমন ভূমিকা রাখে তেমনি তা তাদের ক্ষমতায়িত করে। ইউডিসি উদ্যোক্তাদের ইনফোলিডার হিসেবে গড়ে তোলা হলে তারা স্থানীয় উন্নয়ন কর্মকান্ডসহ আবহমান বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তিভিত্তিক উন্নয়ন, মানুষের সাফল্য গাঁথা, অকৃষি উদ্যোগ, পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনাসহ মানুষের জীবন ও জীবিকার নানা তথ্য মানুষকে জানাবে।’

সূত্র: ইত্তেফাকfavicon59-4

Sharing is caring!

Leave a Comment