মালয়েশিয়ায় ‘গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ ক্যাম্প-২০১৯’ শুরু

মালয়েশিয়ায় ‘গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ ক্যাম্প-২০১৯’ শুরু

  • উদ্যোক্তা ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়া ও পারফেক্ট ট্রায়াঙ্গেল এসডিএন-বিএইচডি’র সম্মিলিত আয়োজনে মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়ায় (ইউএসআইএম) গত শনিবার (৯ ফ্রেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে দশ দিনব্যাপী ‘গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ ক্যাম্প-২০১৯’। ক্যাম্পের উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ইউএসআইএমের ডেপুটি চ্যান্সেলর প্রফেসর মাদিয়া ড. মো. রুশদান বিন মো. জিলানী এবং ইউনিভার্সিটি সেন্টার ফর এন্ট্রাপ্রেনারশিপ (ইউসিই)-এর পরিচালক ড. মো. শুকুর বিন হারুন। এসময় আরো উপস্থিত ছিলেন পারফেক্ট ট্রায়াঙ্গেল এসডিএন-বিএইসডির প্রতিষ্ঠাতা ও পরিচালক আজমান বিন বিদিন। বাংলাদেশ ও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৫ শিক্ষার্থীসহ শিক্ষক ও কর্মকর্তারা এ ক্যাম্পে অংশগ্রহণ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. মো. সবুর খান বলেন, ‘এই ক্যাম্প মালয়েশিয়া ও বাংলাদেশের শিক্ষার্থী ও উদ্যোক্তাদের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি করবে। সফল উদ্যোক্তাদের কাছ থেকে ব্যবসায় উন্নয়নের নানাকিছু তারা সরাসরি শিখতে পারবে।’ তাই ভবিষ্যতেও এ ধরনের আয়াজন অব্যাহত রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও তিনি ‘উদ্যোক্তাদের কাছ থেকে শিখুন’ শীর্ষক একটি সেশন পরিচালনা করেন। 

Sharing is caring!

Leave a Comment