কানাডার হাতছানি

কানাডার হাতছানি

  • ক্যাম্পাস ডেস্ক

যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবেন :

♦ প্রতিষ্ঠানের অ্যাডমিশন অফিসে বিস্তারিত তথ্যের জন্য মেইল করুন,
♦ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদন ফরম সংগ্রহ করতে পারেন,
♦ কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে,
♦ অ্যাডমিশন অফিস থেকেই আপনি প্রয়োজনীয় সব তথ্য, যেমন : প্রয়োজনীয় দলিলপত্রা,
♦ ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাবেন,
♦ ভর্তি প্রক্রিয়ার সঙ্গে সংশ্নিষ্ট কার্যক্রম সাধারণত ১ বছর সময় হাতে রেখে শুরু করতে হয়,
♦ সাধারণত আবেদন করার সময়সীমা শেষ হওয়ার ৬-৮ মাসের মধ্যে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

বিভিম্ন প্রোগ্রামে ভর্তি হওয়ার শিক্ষাগত, ভাষাগত ও অন্যান্য যোগ্যতা:

♦ ব্যাচেলর ডিগ্রি

ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য যেসব বিষয় সম্পর্কে অবগত থাকতে হবে তার মধ্যে রয়েছে প্রথমত, কমপক্ষে ১২ বছর মেয়াদি শিক্ষাগত যোগ্যতা। আইইএলটিএস স্কোর ৬-৬.৫ থাকতে হবে। কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে স্যাটও কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। এই ডিগ্রি সম্পম্ন করতে সময় লাগবে ৩ থেকে ৪ বছর পূর্ণকালীন স্টাডি ইয়ার।

♦ মাস্টার ডিগ্রি

মাস্টার ডিগ্রি অর্জনের জন্য ১৬ বছর মেয়াদি শিক্ষা অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে ৬-৬.৫ আইইএলটিএস স্কোর থাকতে হবে। ১ বছর মেয়াদি পূর্ণকালীন স্টাডি সময় লাগবে কোর্সটি সম্পম্ন করতে।

♦ পিএইচডি ডিগ্রি

কানাডার বেশ কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয় ব্যাচেলর পর্যায়ে সফল শিক্ষার্থীদের মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অফার করে থাকে। পিএইচডির জন্য মাস্টার্সের পর আরও ৩ বছর পূর্ণকালীন গবেষণা করতে হয়।

যেসব বিষয়ে পড়তে পারেন

কম্পিউটার সায়েন্স, ফুড সায়েন্স, বায়োলজি, রসায়ন, ইলেকট্রনিকস, মেডিকেল সায়েন্স, ইনফরমেশন ম্যানেজমেন্ট, কৃষি অর্থনীতি, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইতিহাস ও ধর্ম, ইংরেজি সাহিত্য প্রভৃতি।favicon59-4

Sharing is caring!

Leave a Comment