অক্সফোর্ডকে হারিয়ে কেমব্রিজ সেরা

অক্সফোর্ডকে হারিয়ে কেমব্রিজ সেরা

  • ক্যাম্পাস ডেস্ক

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি র‌্যাংকিংয়ে বিশ্বখ্যাত অক্সফোর্ড হেরে গেলো আরেক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান কেমব্রিজের কাছে।

তবে এটি-ই প্রথমবার নয়, বরং এ নিয়ে পরপর অষ্টম বারের মতো হারলো ক্যামব্রিজের কাছে অক্সফোর্ড।

দি কমপ্লিট ইউনিভার্সিটি গাইড ২০১৯ র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর দশটি বিষয়কে বিবেচনা করা হয়েছে যার মধ্যে রয়েছে গবেষণা, শিক্ষার্থীদের সন্তুষ্টি এবং স্নাতকদের ভবিষ্যতের মতো বিষয়গুলো।

এ তালিকায় তৃতীয় স্থান পেয়েছে লন্ডন স্কুল অফ ইকনোমিকস আর লন্ডন ইম্পেরিয়াল কলেজ রয়েছে চতুর্থ স্থানে।

র‌্যাংকিংয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে স্ট্যাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের। এর আগে এটি ৭৩ নম্বরে ছিলো আর এবার এক লাফে এটি উঠে এসেছে ৩২ নাম্বারে।

গাইডের চেয়ারম্যান ড. বার্নার্ড কিংস্টন বলেছেন সাধারণত অক্সফোর্ড ও কেমব্রিজই তালিকার শীর্ষে থাকে কিন্তু ভবিষ্যতে হয়তো অন্য বিশ্ববিদ্যালয়গুলো তাদের চ্যালেঞ্জ জানাবে।

যেমন গবেষণার মানে ইম্পেরিয়াল ও লন্ডন স্কুল অফ ইকনোমিকস কিছুটা এগিয়েই ছিলো।

মিস্টার কিংস্টন বলছেন যুক্তরাজ্যে অন্তত বিশটি বিশ্ববিদ্যালয় আছে যারা বিশ্বমানের বিবেচিত হতে পারে।

সূত্র: বিবিসি বাংলা

Sharing is caring!

Leave a Comment