কয়লা-কৃষি-খাদ্যে বিনিয়োগ করবে পোল্যান্ড

কয়লা-কৃষি-খাদ্যে বিনিয়োগ করবে পোল্যান্ড

নিউজ ডেস্ক : বাংলাদেশে কয়লা উত্তোলন, কৃষি পণ্য সংরক্ষণ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে পোল্যান্ড। পাশাপাশি এদেশ থেকে আরো বেশি রপ্তানি পণ্য নেবে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত এই দেশ।

গতকাল (২৩ ফেব্রুয়ারি) বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে সফররত পোল্যান্ডের ইকোনমিক ডেভেলপমেন্ট বিষয়ক ডেপুটি মিনিস্টার রাদোসস্নাভ দোমাগালস্কি লাবেদস্কির নেতৃত্বে আগত প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ সব কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পোল্যান্ড বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগ করবে। কঠিন শিলা সেক্টরে (কয়লা জাতীয় খাতে) কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তাদের। তাই এ খাতে তারা বেশি আগ্রহী। পাশাপাশি কৃষি পণ্য সংরক্ষণ ও ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করবে তারা।’

তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশে এ মহূর্তে ৩০টি স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। বিনিয়োগে আকর্ষণীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। পোল্যান্ডেকে এখানে বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা বেশ কটি খাতেই আগ্রহ দেখিয়েছে।’

অপরদিকে পোল্যান্ডের ডেপুটি মিনিস্টার রাদোসস্নাভ বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ভালো। পোল্যান্ড বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক শক্তি হওয়ার অংশীদার হতে চায়।’

উল্লেখ্য, গত অর্থ বছরে বাংলাদেশ পোল্যান্ডে রপ্তানি করেছে ৪৯৪.৩৪ মিলিয়ন ইউএস ডলার মূল্যের পণ্য, একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে ৩৯.৫০ মিলিয়ন ইউএস ডলার মূল্যের পণ্য।favicon594

Sharing is caring!

Leave a Comment