পেডিকেয়ার পেল আন্তর্জাতিক পুরস্কার

পেডিকেয়ার পেল আন্তর্জাতিক পুরস্কার

  • ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিশ্বের ১৬টি দেশের ৪৪টি দলের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘হাই ইমপ্যাক্ট বিজনেস আইডিয়া’ এবং ‘বেষ্ট বিজনেস কনসেপ্ট’ পুরস্কার অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্ভাবিত সামাজিক ব্যবসায় ধারনা ‘পেডিকেয়ার’।এছাড়া প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব শেষে শীর্ষ পাচঁটি দলের মধ্যেও পেডিকেয়ার স্থান লাভ করেছে। পেডিকেয়ার দলের সদস্যরা জনানা, প্রতিযোগিতাটির নাম ‘সোশ্যাল বিজনেস ক্রিয়েশন কম্পিটিশন ২০১৬’। এটির আয়োজক কানাডার টিম এইচইসি মন্ট্রিল এবং জার্মানির গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব।

পুরস্কারজয়ী পেডিকেয়ার দলের সদস্যরা হলেন বিবিএ শিক্ষার্থী কাজী মিশু এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ভাষ্কর সরকার, ফয়সাল বিন আবুল কাসেম এবং শামসুন নাহার লিপি।

বিজয়ী শিক্ষার্থীরা জানান, তাঁরা আগামী ১২ সেপ্টেম্বর কানাডার এইচইসি মন্ট্রিলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরষ্কার গ্রহন করবেন  এবং শীর্ষ পাচঁটি দলের মধ্যে অবস্থান করায় ১০হাজার মার্কিন ডলারের একটি অনুদানও পুরষ্কারের সঙ্গে গ্রহণ করবেন।

সোশ্যাল বিজনেস ক্রিয়েশন প্রতিযোগিতায় এশিয়া, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ১৬টি দেশের ৩০টি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের ৪৪টি দল অংশগ্রহণ করে। পেডিকেয়ার ছাড়া শীর্ষ পাঁচ দলের অন্যগুলো হচ্ছে কলাম্বিয়ার ‘ই-১ নেগ্রো ইসতা ডি মোডা’, ভারতের ‘ওয়াও ফাউন্ডেশন’, অস্ট্রেলিয়ার ‘ক্যাম্পাস ফ্যামিলি কেয়ার’এবং কানাডার ‘কানেকতা’।

উল্লেখ্য, পেডিকেয়ার হলো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত একটি সামাজিক ব্যবসায় ধারনা যা বাংলাদেশে অপুষ্টি সমস্যার সুরাহা নিয়ে কাজ করে।favicon59

Sharing is caring!

Leave a Comment