সিইও’র অ্যাকাউন্ট স্থগিত করলো টুইটার!

সিইও’র অ্যাকাউন্ট স্থগিত করলো টুইটার!

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

শনির দশা কাটছে না টুইটারের। মাইক্রো ব্লগিং এর এ জনপ্রিয় মাধ্যমটি সাম্প্রতিক এক ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। গত মঙ্গলবার থেকে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জ্যাক ডর্সির প্রোফাইলে প্রবেশ করা যাচ্ছিল না। প্রবেশের চেষ্টা করলেই এরর মেসেজ দিত এবং বলতো অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। অনেকের ধারণা হয়, অ্যাকাউন্টটি হ্যাকারের কবলে পড়েছে অথবা ব্যবহারকারীদের অভিযোগের চাপে বন্ধ হয়ে গেছে।

বুধবার অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর ডর্সি ছোট্ট এক টুইটে জানান, অভ্যন্তরীণ ত্রুটির কারণে তার অ্যাকাউন্টটি স্থগিত হয়ে গিয়েছিল। তবেই টুইটের পর সমালোচনার বন্যা বয়ে যায়। অনেকেই জানতে চায়, এর আগে আরো কতো অ্যাকাউন্ট এভাবে ‘দুর্ঘটনাবশতঃ’ স্থগিত করা হয়েছিল। তবে এ সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে করা কোনো অনুরোধে সাড়া দেয়নি টুইটার।

ডর্সির অ্যাকাউন্টটি পুরোপুরি ফিরে আসতে সময় লেগেছে এবং অক্ষতভাবেও ফেরেনি। @jack স্বাভাবিক হতে বেশ সময় লেগেছে। অ্যাকাউন্ট খুলে দেয়ার পর ডর্সির ফলোয়ার দেখাচ্ছিল মাত্র ১৪৫, যেখানে বন্ধ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ফলোয়ার ছিল ৩৯ লাখ। পরে ফলোয়ার ফিরে এলেও দেখাচ্ছে ৩৮ লাখ। বুধবার দেখা যায় সেটি আরো কমে ১৮ লাখ ৮০ হাজার দেখাচ্ছে।

মত প্রকাশের স্বাধীনতা এবং হেনস্থা থেকে ব্যবহারকারীদের রক্ষা করার চ্যালেঞ্জ নিয়ে হিমশিম খাচ্ছে টুইটার। সেই সাথে অর্থনৈতিক অবস্থাও ভালো যাচ্ছে না। এই পরিস্থিতিতে এমন ঘটনা অত্যন্ত স্পর্শকাতর বলেই বিবেচনা করা হচ্ছে।

বছরের শুরু থেকে টুইটারের শেয়ার দর পড়েছে ২০ শতাংশ। এসময় ডিজনি, গুগল বা সেলসফোর্স এর মতো বড় কোম্পানি টুইটার অধিগ্রহণ করছে বলে কথা উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। গত মাসে টুইটার ঘোষণা দেয়, তারা কর্মী ছাঁটাই করছে এবং ভিডিও অ্যাপ ভাইন (Vine) বন্ধ করে দিচ্ছে।

প্রসঙ্গত, জ্যাক ডর্সি টুইটারের সহপ্রতিষ্ঠাতা। ২০০৮ তাকে প্রথম প্রধান নির্বাহীর পদ থেকে সরিয়ে দেয়া হয়। তবে গত বছর তিনি আবার স্বপদে ফিরে আসেন। সম্প্রতি মার্ক জাকারবার্গকে মৃত দেখিয়েছিল ফেসবুক।

সূত্র : সিএনএন favicon59-4

Sharing is caring!

Leave a Comment