২০১৫ সালে ২৩ হাজার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র

২০১৫ সালে ২৩ হাজার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : গত এক বছরে (২০১৫) বিশ্বের বিভিন্ন দেশে ২৩ হাজার ১৪৪টি বোমা নিক্ষেপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বোমা হামলার শিকার হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ইরাক, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়াসহ বেশির ভাগ মুসলিম জনবহুল দেশ। সংবাদ : অল্টারনেট ডট অর্গ।

অল্টারনেট ডট অর্গ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, শুধু ইরাক ও সিরিয়ায় গত বছর যুক্তরাষ্ট্র বোমা হামলা করেছে ২২ হাজার ১১০টি। এছাড়া আফগানিস্তানে ৯৪৭টি, পাকিস্তানে ১১টি, ইয়েমেনে ৫৮টি এবং সোমালিয়ায় ১৮টি বোমা নিক্ষেপ করেছে দেশটি।

ফরেন পলিসি ম্যাগাজিনের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানকে তালেবানমুক্ত করার লক্ষে দীর্ঘ ১৬ বছর ধরে বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। গত বছরের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা দিয়েছিলেন যে, তারা আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করবেন। কিন্তু তার কয়েকদিন পরই ‘আফগানিস্তানে ২০১৭ সাল পর্যন্ত মার্কিন সৈন্য থাকবে’ বলে নতুন ঘোষণা দেয় ওবামা প্রশাসন।

ইরাকের মাটিতেও তাদের বোমা হামলা অব্যাহত রয়েছে। সম্প্রতি ইসলামী জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যার ফলে সিরিয়াতে অব্যাহতভাবে বোমা হামলা করছে মার্কিন প্রশাসন। দেশটির প্রতিরক্ষা সেক্রেটারি লিওন পেনেত্রা বলেছেন, ‘এ যুদ্ধ হবে দীর্ঘমেয়াদী।কমপক্ষে ৩০ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।’favicon5

Sharing is caring!

Leave a Comment