উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রসারিত নতুন নিষেধাজ্ঞায় সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে ওই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। সংবাদ :  বিবিসি অনলাইন।

নতুন এই নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়াকে পারমাণবিক যুদ্ধাস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির জন্য  কোনো প্রকার সাহায্য পাবে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের লক্ষ্যে প্রস্তাবটি আনতে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও চীন।

এদিকে সম্প্রতি একটি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। আর এ কাজের জন্য উত্তর কোরিয়াকে তীব্র নিন্দা জানানো হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে। favicon594

Sharing is caring!

Leave a Comment