শিকাগোর জরুরি টেলিফোনে যোগ হলো বাংলা ভাষা

শিকাগোর জরুরি টেলিফোনে যোগ হলো বাংলা ভাষা

আন্তর্জাতিক ডেস্ক : এখন থেকে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের জরুরি টেলিফোন নম্বরে যোগাযোগ করে মাতৃভাষায় তথ্য আদান-প্রদান করতে পারবেন বাংলাভাষীরা। বৃহস্পতিবার শিকাগো সিটি কর্তৃপক্ষ জরুরি প্রয়োজনে ব্যবহৃত ‘৯১১’ নম্বরে বাংলা ভাষা সংযোজন করার সিদ্ধান্ত নিয়েছে।
শিকাগোতে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল মনির চৌধুরীর অব্যাহত প্রচেষ্টায় এ সেবা চালু করা হয়। তিনি বলেন, শিকাগো সিটির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের ম্যানেজার জ্যাসন ওয়েংগেল এক ই-মেইল বার্তায় বাংলা চালুর কথা তাকে জানিয়েছেন।
তিনি জানান, ‘৯১১-এ ফোন করার পরই বলতে হবে, ‘‘আমি বাংলায় কথা বলতে চাই’’; এর সঙ্গে সঙ্গে একজন বাংলাভাষী অপারেটর টেলিফোনে আসবেন।’
শিকাগোসহ আশপাশের শহরগুলোতে হাসপাতালসহ সেবামূলক যত প্রতিষ্ঠান রয়েছে, সবগুলোতে বাংলা ভাষা সংযোজনের আরেকটি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান মনির চৌধুরী। তিনি বলেন, ‘স্বাধীনতা দিবসের আগেই সেটিও বাস্তবায়িত হবে বলে আশা করছি।’
১৯৯৭ সালের ৩১ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো সিটির ডেভন অ্যাভিনিউয়ের অংশ বিশেষের নামকরণ করা হয়েছে ‘শেখ মুজিব ওয়ে’, যার ক্ষেত্রেও মনির চৌধুরীর অবদান রয়েছে।favicon594

Sharing is caring!

Leave a Comment