এরদোয়ানকে ব্যাঙ্গ করলেন জার্মান কমেডিয়ান

এরদোয়ানকে ব্যাঙ্গ করলেন জার্মান কমেডিয়ান

  • আর্ন্তজাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ানকে নিয়ে রঙ্গ করেছেন এক জার্মান কমেডিয়ান। আর এর ফলে বিচারের সম্মুখীন হতে হচ্ছে জনপ্রিয় এই জার্মান কমেডিয়ানবকে।

জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মরকেলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কমেডিয়ান ইয়ান বোয়েমেরমানকে বিচারে বাধা নেই। তবে এক্ষেত্রে আদালতই সিদ্ধান্ত নেবে।

প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ানকে নিয়ে কমেডিয়ান ইয়ান বোয়েমেরমান জার্মান টেলিভিশনে এক ব্যঙ্গ কবিতা আবৃত্তি করেন। যে কবিতার মাঝে তুর্কি প্রেসিডেন্টেকে নিয়ে যৌনাত্মক ইঙ্গিতও ছিল জানিয়েছে বিবিসি।

এরপর ইয়ান একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে অপমান করেছেন বলে বোয়েমেরমান বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। এই ঘটনায় তুরস্ক আর জার্মানির সম্পর্কের মাঝে টানাপোড়েনও শুরু হয়।

উল্লেখ্য জার্মান আইনে কোন বিদেশি রাষ্ট্র প্রধানকে অপমান করা নিষিদ্ধ। তবে ইয়ান বোয়েমেরমানের বিরুদ্ধে বিচারের সিদ্ধান্তকে অনেকেই মত প্রকাশের স্বাধীনতা বিরোধী বলে দাবি করেছেন।

সংবাদ : বিবিসি। favicon59

Sharing is caring!

Leave a Comment