ব্রিটিশদের সমালোচনার মুখে ওবামা

ব্রিটিশদের সমালোচনার মুখে ওবামা

  • আর্ন্তজাতিক ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথেই থাকা উচিৎ যুক্তরাজ্যের- এমন মন্তব্যের পরে কড়া সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর ওবামার সমালোচনা করছে ব্রিটেনের জনগণ। ব্রিটিশরা যুক্তরাজ্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ ওবামাকে অভিযুক্ত করছেন।

এর আগে ওবামা যুক্তরাজ্যকে ইইউ ত্যাগের পরিণতি যুক্তরাজ্যের জন্য ভালো হবে না বলে জানায়। ওবামার এই ব্যাপারকে ভালোভাবে নেইনি ব্রিটিশরা। ব্রিটিশ রাজনৈতিক দল ‘ইউকেআইপি’র নিগেল ফারাঙ্গে বলেন, বারাক ওবামা ব্রিটেনকে অপমানিত করেছে। আরেক রাজনৈতিক নেতাটরি লিয়াম ফক্স ব্যাপারটাকে ওবামার জন্য ‘অপ্রাসঙ্গিক’ বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য ইইউতে থাকা নিয়ে এর মধ্যে ব্রিটিশ জনগণ দুই ভাগ হয়ে গেছে। এজন্য দেশটিতে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।  তবে বিশ্লেষকরা অবশ্য মনে করেন, ইইউ ত্যাগে ব্রিটেনে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারে। সেই প্রসঙ্গ নিয়েই ওবামা বলেন, ইইউ’র সাথে থাকলে বিশ্বে ব্রিটেনের প্রভাব বহুগুণে বাড়বে।  favicon59

Sharing is caring!

Leave a Comment