নিরঙ্কুশ জয় পেল সুচির দল

নিরঙ্কুশ জয় পেল সুচির দল

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে এখন পর্যন্ত ৮০ শতাংশ আসনের বেশি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়েছে এনএলডি।

কিন্তু এনএলডি নিরঙ্কুশ বিজয় লাভ করলেও সংবিধানের নিয়ম অনুযায়ী অং সান সুচি এই মুহূর্তেই দেশটির প্রেসিডেন্ট হতে পারছেন না। প্রেসিডেন্ট হতে হলে তাকে সংবিধান সংশোধন করেই হতে হবে। কারণ মিয়ানমারের সংবিধানে ৫৯ (এফ) ধারায় বলা হয়েছে, যদি কেউ কোনো বিদেশি নাগরিককে বিয়ে করেন এবং তার সন্তানরা অন্য দেশের নাগরিক হয়ে থাকেন, তাহলে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কিন্তু সুচির স্বামী একজন বিদেশি এবং তার সন্তানরাও বিদেশি নাগরিক। তাই সে দেশের সংবিধান অনুযায়ী সুচির প্রেসিডেন্ট হওয়ার পথ বন্ধ ।

তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এনএলডি সংবিধান সংশোধনের সুযোগ পাবে, তখন তার পেসিডেন্ট হতে আর কোনো বাধা থাকবে না।

ইতিমধ্যে নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)।  favicon

Sharing is caring!

Leave a Comment