মালেশিয়াতে ইরানের প্রথম নারী রাষ্ট্রদূত

মালেশিয়াতে ইরানের প্রথম নারী রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক: ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর এই প্রথম নারী রাষ্ট্রদূত নিয়োগ দিল ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গত রবিবার এ নিয়োগের ঘোষণা দিয়েছে। সংবাদ: ডননিউজের।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানী পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র হিসেবে কাজ করা মারজেহ আফখামকে মালয়েশিয়া দূতাবাসের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মালয়েশীয় দূতাবাসে তিনি জাবের আনসারির স্থলাভিষিক্ত হচ্ছেন। এর আগে ইসলামী বিপ্লবের পর প্রথম ইরানী নারী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিযুক্ত হয়েছিলেন তিনি।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, ‘আফখামকে রাষ্ট্রদূত হিসেবে নির্বাচন করতে মাত্র কয়েক মিনিট সময় লেগেছে। অথচ তার পূর্বসূরিকে নির্বাচন করতে চার মাস সময় লেগেছিল।’

২০১৩ সালে ক্ষমতায় আসার পর সরকারের উচ্চ পর্যায়ে নারীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দেন ইরানী প্রেসিডেন্ট হাসান রুহানি।  favicon

Sharing is caring!

Leave a Comment