কেজরিওয়ালের বিরুদ্ধে অরুণের মামলা

কেজরিওয়ালের বিরুদ্ধে অরুণের মামলা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ পাঁচ আম আদমি পার্টির নেতার বিরুদ্ধে মানহানির মামলা করলেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তার বিরুদ্ধে ডিডিসিএ-তে দুর্নীতির ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে বলে ক্ষুব্ধ হয়ে, ১০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

অরুণ জেটলি দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)-এর সভাপতি থাকাকালীন ডিডিসিএ-তে কোটি কোটি রুপির দুর্নীতি হয়েছে। এমনই ঘোরতর অভিযোগ এনেছিলেন আম আদমি পার্টির পাঁচ নেতা। দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রবিবার তদন্ত কমিশন গঠনেরও সিদ্ধান্ত ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে, যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে, সোমবার তার ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যে বিবৃতি দেওয়ার অভিযোগে অরবিন্দ কেজরিওয়াল, সঞ্জয় সিং, রাঘব চাধা, আশুতোষ ও দীপক বাজপেয়ির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন। ক্ষতিপূরণ হিসেবে তিনি দাবি করেছেন ১০ কোটি রুপি।

এছাড়াও পাতিয়ালা হাউস কোর্টে এই পাঁচ আপ নেতার বিরুদ্ধে আর একটি ফৌজদারি মানহানির মামলাও দায়ের করেছেন জেটলি। ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় এই মামলার বিচারের দাবি জানিয়েছেন তিনি।

ডিডিসিএ-র দুর্নীতির তদন্ত কমিশনের প্রধান হিসেবে গোপাল সুব্রহ্মণ্যমকে নিযুক্ত করা হয়েছে। ইউপিএ আমলে সলিসিটর জেনারেল ছিলেন গোপাল সুব্রহ্মণ্যম। ইউপিএ সরকারের মেয়াদ শেষ হওয়ার ঠিক কয়েকদিন আগে সুব্রহ্মণ্যমকে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিযুক্ত করার জন্য সুপারিশ করে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। বিভিন্ন ক্ষেত্রে দিল্লি সরকারকে পরামর্শ দিতেও দেখা গিয়েছে এই গোপাল সুব্রহ্মণ্যমকে।favicon5

Sharing is caring!

Leave a Comment