হঠাৎ লাহোরে মোদি !

হঠাৎ লাহোরে মোদি !

আন্তর্জাতিক ডেস্ক : কোনো রকম আগাম কর্মসূচি বা আমন্ত্রণ ছাড়াই হঠাৎ করে পাকিস্তান সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আফগানিস্তানের রাজধানী কাবুলে এক সম্মেলন শেষে ভারতে ফেরার পথে লাহোরে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ৬৬তম জন্মদিনে তাঁর সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন মোদি। আজ (২৫ ডিসেম্বর) এক টুইট-বার্তায় লাহোর সফরের কথা জানিয়েছেন মোদি নিজেই। সংবাদ : ইন্ডিয়ান এক্সপ্রেস।

টুইটারে মোদি লিখেছেন, ‘আজ দিল্লি যাওয়ার পথে দুপুরে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা হবে।’ লাহোরে পৌঁছার পর বিমানবন্দরে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান নওয়াজ শরীফ। এরপর সেখানেই দুপুরের খাবার খান তারা।

Modi-Tweetগত বছর ক্ষমতা গ্রহণের পর এটাই নরেন্দ্র মোদির প্রথম পাকিস্তান সফর। সেই সঙ্গে গত ১২ বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী পাকিস্তান সফরে গেলেন। এর আগে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সফর করেছিলেন নওয়াজ শরিফ।

পাকিস্তানের সর্বাধিক পঠিত ইংরেজি দৈনিক দ্য ডন-এর বাকির সাজ্জাদের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আজ পাকিস্তান সময় বেলা সোয়া ২টার দিকে লাহোরে অবতরণ করেন নরেন্দ্র মোদি। নওয়াজ শরিফের সঙ্গে দেখা করে এবং দুপুরের খাবার সেরে বিকেল সাড়ে ৪টার দিকে ভারতের উদ্দেশে পাকিস্তান ছাড়েন তিনি।

আজ আফগানিস্তানের নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন শেষে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি। সেখান থেকে দিল্লি ফেরার পথেই পাকিস্তানে যাত্রাবিরতি করেন তিনি।favicon5

Sharing is caring!

Leave a Comment