জাপানে স্থানীয় দুটি পারমাণবিক চুল্লি বন্ধের নির্দেশ আদালতের

জাপানে স্থানীয় দুটি পারমাণবিক চুল্লি বন্ধের নির্দেশ আদালতের

আর্ন্তজাতিক ডেস্ক : জাপানে পশ্চিমাঞ্চলে তাকাহামায় দুইটি পারমাণবিক চুল্লি বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। সংবাদ : বিবিসি অনলাইন।

নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে অটসু জেলা আদালত এই নির্দেশ প্রদান করেছে।  স্থানীয় অধিবাসিরাই মূলত নিরাপত্তা নিয়ে আদালতে অভিযোগ দায়ের করে। তবে এবারই প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের জন্য জাপানের কোনো আদালত এমন রায় প্রদান করলো ।

এর আগে জাপানে ফুকুশিমা ট্রাজেডির পর সব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হলেও পরে আবার  পরে কয়েকটি চালু করা হলে  জাপানিরা এ নিয়ে উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করে।

আদালতের রায়ে যতো দ্রুত সম্ভব এই বিদ্যুৎকেন্দ্র  দুটি বন্ধ করে দিতে বলা হয়েছে। তবি মালিক পক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে। favicon594

Sharing is caring!

Leave a Comment