কোমর ঢাকি ‘এ-ফোর’ কাগজে !

কোমর ঢাকি ‘এ-ফোর’ কাগজে !

  • আন্তর্জাতিক ডেস্ক

এ ফোর সাইজের একটা কাগজ দিয়ে সামনে থেকে নিজেদের কোমর ঢেকে ফেলার এক উন্মাদনায় পেয়ে বসেছে চীনা নারীদের। কাগজটা এমন খাড়াভাবে ধরে রাখা হয়, যাতে কাগজের দু’পাশ দিয়ে তাদের কোমরের সামান্য আভাসও পাওয়া না যায়। এর উদ্দেশ্য হলো, তারা কতটা স্লিম তা বোঝানো। সরু কোমরের অধিকারী নারী আকর্ষণীয়া, তাই কে কতটা সরু কোমরের অধিকারী, তা দেখানোর জন্যেই এ প্রতিযোগিতা।

তবে পুরো ব্যাপারটিকে চীনের রক্ষণশীল সমাজ ভালোভাবে নিচ্ছে না। দেশজুড়ে তাই সমালোচনা শুরু হয়েছে এ উন্মত্ততার বিরুদ্ধে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এ নিয়ে শুরু হয়েছে হাসিঠাট্টা আর মশকরা।

চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে হ্যাশট্যাগ #এ ফোরওয়েস্ট পোস্টে এ পর্যন্ত ১১ কোটিরও বেশি ‘সিন’ এবং এক লাখেরও বেশি কমেন্ট এসেছে। একই সঙ্গে টুইটারেও ঝড় উঠেছে এ নিয়ে। কোনো কোনো পোস্টে দেখা গেছে, নারীরা এ ফোর কাগজ দিয়ে কোমরের সামনের দিক ঢেকে ছবি তুলে তা আপলোড করেছে।

কিন্তু সমালোচকরা বলছে, নিজেকে আকর্ষণীয় প্রমাণ করার জন্য এমন আদেখলেপনা না করলেই বরং ভালো। সৌন্দর্য উগ্রভাবে প্রদর্শন করলে তার আকর্ষণ কমে যায়।

সূত্র : দ্য গার্ডিয়ান।favicon59

Sharing is caring!

Leave a Comment