সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করলো উত্তর কোরিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করলো উত্তর কোরিয়া

  • আর্ন্তজাতিক ডেস্ক 

সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইট বন্ধ ঘোষণা করেছে উত্তর কোরিয়া। ফেসবুক, ইউটিউব, টুইটার ও দক্ষিণ কোরিয়া থেকে পরিচালিত বেশ কিছু ওয়েবসাইট নিষিদ্ধ করেছে তারা। সংবাদ : ম্যাশবল।

উত্তর কোরিয়া সরকার জানিয়েছে, এসব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে তথ্য পাচার হওয়ার আশঙ্কায় এগুলো নিষিদ্ধ করা হয়েছে।  উত্তর কোরিয়ার প্রধান মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ‘কোরিওলিংক’ এবং অন্যান্য ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে এ বিজ্ঞপ্তি প্রদান করেছে দেশটির ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

এই নিষেধাজ্ঞার কারণে দেশটিতে অবস্থানরত প্রবাসীদের জন্য নিজ দেশের সাথে যোগাযোগ রাখাটা কঠিন হয়ে যাবে। আর এর ফলে উত্তর কোরিয়ার কোনো তথ্য বাইরের মানুষ জানতে পারবে না এবং সে দেশেল মানুষও জানতে পারবে না বিশ্বের কোথায় কি ঘটছে। তবে শুধু সামাজিক মাধ্যম নয়, জুয়া খেলা এবং প্রাপ্তবয়স্কদের সাইটগুলোও নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে সরকার।

সরকারের পক্ষ থেকে এগুলো নির্দিষ্ট সময়ের জন্য বন্ধের কথা বলা হয়েছে। তবে এগুলো কবে খুলে দেওয়া হবে বা আর কোনোদিন খোলা হবে কিনা সে ব্যাপারে কিছুই জানায়নি সরকার। favicon59

Sharing is caring!

Leave a Comment