জাপান বানাচ্ছে ‘অদৃশ্য রেলগাড়ি’

জাপান বানাচ্ছে ‘অদৃশ্য রেলগাড়ি’

  • আন্তর্জাতিক ডেস্ক

চোখের সামনে দিয়ে চলে যাবে ট্রেন। শব্দও শোনা যাবে। তবে তা দেখা যাবে না। হ্যা, এমনই এক ট্রেন তৈরি করতে যাচ্ছে জাপান। নির্মিতব্য এই ট্রেনটির নাম রাখা হয়েছে ‘অদৃশ্য ট্রেন’। সংবাদ : বিবিসি।

সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ট্রেনটির প্রাথমিক নকশা তৈরি করেছেন জাপানের বিখ্যাত প্রকৌশলী কাজুও সেজিমা। তিনি ট্রেনটির বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘এর বগিগুলো বসবাসের ঘরের মতো করে তৈরি করা হবে। এতে অর্ধ-স্বচ্ছ আবরণ থাকবে। যা আয়নার মতো কাজ করবে। এতে যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন।’

কাজুও সেজিমা আরও জানান, ট্রেনটিতে সর্বাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হবে। এটি বুলেটের গতিতে ছুটে চলবে, তাই ট্রেনটি দৃষ্টিগোচর হবে না। গতির দিক দিয়ে এটি হবে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনগুলোর মধ্যে অন্যতম।

২০১৮ সালে ট্রেনটি যাত্রা করবে বলে আশা করা হচ্ছে।favicon59

Sharing is caring!

Leave a Comment