চীনারা ‘পাত্রী আমদানী’ করেন ভিয়েতনাম থেকে!

চীনারা ‘পাত্রী আমদানী’ করেন ভিয়েতনাম থেকে!

  • আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি খবর বেরিয়েছে, ভিয়েতনামি কিশোরীদের মানবপাচারকারীরা চীনে নিয়ে যাচ্ছেবিয়ের কনেহিসেবে বিক্রি করার জন্যে। মেক্সিকোআমেরিকা বর্ডারের মতো এখানে নারীপাচার করা হয় প্রত্যক্ষ যৌনদাস হিসেবে নয়। এর কারণ সাধারণ চীনা পুরুষদের চীনা নারীকে বিয়ে করতে অনেক খরচ করতে হয়। বিয়েতে খরচের পাশাপাশি বিয়ের পরপরই নতুন বউকে একটা বড়সড় বাড়ি কিনে দিতে হয়। যে কারণে তারা প্রতিবেশী দেশগুলো থেকেপাত্রীআমদানি করে কমখরচে ঘর সংসারের জন্যে!

ভিয়েতনামি কিশোরীদের এখানে চাহিদা বেশি কারণ এদের হাজার ডলারে কেনা যায়। আর বড় সুবিধা হল, চীনের সঙ্গে ভিয়েতনামের সাংস্কৃতিক মিল অনেক

সবসময় যে কিশোরীদের জোর করে পাচার করা হয়, তাও না। অনেক সময় কাজের লোভ দেখিয়ে অভাবী পরিবারের কিশোরীদের চীনে নিয়ে সেখানে বিক্রি করে দেয়া হয়। মাসিক ৬০০ ডলার আয়ের লোভে পরিবারকে না জানিয়েও অনেক কিশোরী চীনের পথে পা বাড়ায়। পরে দেখা যায়, তাদের বিক্রি করে লাভবান হচ্ছে পাচারকারীরা

এদিকে, দ্য প্যাসিফিক লিংকস ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান উত্তর ভিয়েতনামের লাও চায় শহরে একটি আশ্রয়ঘর খুলেছে, যারা চীন থেকে কোনোভাবে পালিয়ে আসতে পারে তাদের আশ্রয় দেয় এই ফাউন্ডেশন। হাতের টুকটাক কাজ শিখিয়ে নিজের পায়ে দাঁড় করানোর চেষ্টা করে। কারণ বেশিরভাগ সময় পালিয়ে আসা নারীদের আশ্রয় দেয় না তার পরিবার। এর পাশাপাশি এখানে বাড়ন্ত মেয়েদের আবাসনে রেখে নারীপাচারকারীদের হাত থেকে বাঁচার জন্যে প্রশিক্ষণ দেওয়া হয়

সূত্র : সিএনএন।favicon59

Sharing is caring!

Leave a Comment