শিশুর হাতে-পায়ে ৩১ আঙুল !

শিশুর হাতে-পায়ে ৩১ আঙুল !

  • আন্তর্জাতিক ডেস্ক

হিসেব বলে মানুষের হাতে-পায়ে ১০টা করে ২০টা আঙুল থাকে। যদিও এর ব্যতিক্রম হরদমই দেখা যায়। বিশেষ করে হাতে ছয়টা আঙুল নিয়ে জন্মের সংখ্যাটাও কম নয়। কিন্তু জানেন কি একটি শিশুর হাতে-পায়ে ৩১টি আঙুল আছে? আর এমনটি ঘটেছে চীনে।

হাতে ১৫টা এবং পায়ে ১৬টা, মোট ৩১টি আঙুল নিয়ে চীনে জন্মেছে এক শিশু। সদ্য জন্মানো শিশুকে নিয়ে তাই বাবা-মায়ের উচ্ছ্বাসের থেকে আতংকই বেশি। কারণ শিশুটি প্রচন্ডভাবে পলিড্যাক্টিলি রোগের শিকার। মায়ের অবস্থা এত ভয়ানক না হলেও, মায়ের থেকেই এই রোগ বাসা বেঁধেছে শিশুটির শরীরে। যদিও ডাক্তাররা এই রোগকে জেনেটিক বলেন না।

ডাক্তাররা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। কিন্তু এই অস্ত্রোপচারে যে অগাধ টাকার প্রয়োজন তা জোগাড় করা সম্ভব নয় ওই পরিবারের। তাই শিশুটিকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন তারা।

এর আগে ২০১০ সালে চীনে জন্ম হয়েছিল এমন এক ৩১ আঙুলের শিশুর। অস্ত্রোপচারের পর সে এখন সুস্থ।favicon59

Sharing is caring!

Leave a Comment