চিঠির দাম ২৫০ কোটি টাকা

চিঠির দাম ২৫০ কোটি টাকা

  • নিউজ ডেস্ক

একটি চিঠি বিক্রি হয়েছে ২৫০ কোটি টাকায়। তবে এই চিঠিটি ১ হাজার বছরের পুরোনো ঐতিহাসিক চিঠি। এটি কিনেছেন চীনা মিডিয়া মুঘল ও শিল্প সংগ্রাহক ওয়াং ঝংজুন। রোববার রাতে বেইজিংয়ে ডাকা নিলাম থেকে তিনি এ  এটি কিনে নিয়েছেন। এই চিঠিটিতে অক্ষর রয়েছে মাত্র ১২৪টি।

৯৬০-১২৭৯ খ্রিষ্টাব্দ সময়ে সং সাম্রাজ্যের আমলে চিঠিটি লেখা হয়েছিল। তৎকালীন বুদ্ধিজীবি জেং গং এই  চিঠিটি লিখেছিল। জে গং ছিলেন তাং ও সং সাম্রাজ্যের আট বিখ্যাত গদ্য লেখকদের মধ্যে অন্যতম একজন। এই চিঠিটা ছাড়া তার খুব কম লেখাই এ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে।

১০৮০ খ্রিষ্টাব্দের ২৭ সেপ্টেম্বর এটি লিখেছিল জেং গং। তার এক বন্ধুর কাছেই তিনি চিঠিটি লেখেন। এত তার কর্মজীবনের বর্ণনা পাওয়া যায় এবং কর্মজীবনে সমর্থন দেওয়ার জন্য ওই বন্ধুকে ধন্যবাদ জানিয়েছিলেন জেং। তাছাড়া এই চিঠিতে অসন্তোষও প্রকাশ করেছিলেন তিনি। তার এই অসন্তোষ ছিল রাজকীয় আদালতে নিজের দেওয়া পরামর্শগুলো বাস্তবায়িত না হওয়া নিয়ে। favicon59

Sharing is caring!

Leave a Comment