তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

  • আর্ন্তজাতিক ডেস্ক

তাইওয়ানের বিভিন্ন অংশে মঙ্গলবার সকালে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে বলে রয়টার্স জানিয়েছে। এতে রাজধানী তাইপের ভবনগুলোও কেঁপে ওঠেছিল। তবে এর মাত্রা নিয়ে দু রকম তথ্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪ মাইল। ভূমিকম্পটি রাজধানী তাইপে থেকে ১১০ কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলীয় ভূগর্ভে আঘাত হেনেছিল। তবে তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো এর মাত্রা ৭ দশমিক ২ বলে উল্লেখ করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স আরো জানাচ্ছে, ভূমিকম্পের সময় রাজধানী তাইপের দালানগুলো কেঁপে ওঠেছিল। তাইওয়ানের জাতীয় পার্লামেন্ট ও তাওউয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও এর তীব্রতা টের পাওয়া যাচ্ছিল। যদিও শক্তিশালী ওই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। favicon59

Sharing is caring!

Leave a Comment