রেল স্টেশন বন্ধ করে দিল মিউনিখ

রেল স্টেশন বন্ধ করে দিল মিউনিখ

আন্তর্জাতিক ডেস্ক : নববর্ষ উৎসবকে ঘিরে জার্মানির মিউনিখ শহরে সন্ত্রাসী হামলা হতে পারে গোয়ান্দাদের এমন সংবাদের ভিত্তিতে সতর্কতা জারি করেছে দেশটির পুলিশ। আইএসের তরফ থেকে হামলা হতে পারে এমন শঙ্কায় দেশটির দুটি রেলস্টেশন বন্ধ করে দেওয়া হয়। মস্কো, লন্ডন, বার্লিনসহ ইউরোপের গুরুত্বপূর্ণ শহরগুলোতে নেওয়া হয় কড়া নিরাপত্তা।

বাভারিয়া প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্তৃপক্ষ গোয়েন্দাদের তরফ থেকে খবর পায় যে, শহরের প্রধান স্টেশন কিংবা পাশিং স্টেশনে তথাকথিত আইএস জঙ্গীরা আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছে। এ জন্য স্টেশন দুটি বন্ধ করে দেওয়া হয়। ইউরোপের শহরগুলোতে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে হামলার আশঙ্কায় বাড়তি সতর্কতা নেওয়া হয়।ব্রাসেলসে বন্ধ করে দেওয়া হয় নববর্ষ উৎসব। স্বরাষ্ট্রমন্ত্রী জোকিম হারমান বলেন, আমি খুশি যে শেষপর্যন্ত বাজে কিছু ঘটেনি।

এদিকে মিউনিখ পুলিশ প্রধান জানান, ৫/৭ জন সশস্ত্র হামলাকারী ওই নাশকতার পরিকল্পনা নিয়েছিল। নিরাপত্তার জন্য ইউরোপের অনেক শহরে নববর্ষ উৎসবের অনুষ্ঠান বাতিল করা হয়। অনেক জায়গায় অনুষ্ঠান সীমিত করা হয়। ব্রাসেলস পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করার পর আনুষ্ঠানিকভাবে সব নববর্ষ উৎসব বন্ধ ঘোষণা করে।favicon

Sharing is caring!

Leave a Comment