বিয়ের জন্য পাত্রী চেয়ে বিক্ষোভ

বিয়ের জন্য পাত্রী চেয়ে বিক্ষোভ

  • আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের দক্ষিণের এক গ্রামের নাম উজুমলু। গ্রামটি নাকি আশপাশের গ্রামের মেয়েদের একেবারেই পছন্দ না। সেই কারণে বিয়ের জন্য ওই গ্রামের ছেলেদের প্রতি আগ্রহ দেখায় না মেয়েরা। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উজুমলু গ্রামের অবিবাহিত পুরুষরা। সমস্যার সমাধানের জন্য তুরস্কের রাষ্ট্রপতির হস্তক্ষেপও চেয়েছেন তারা। সংবাদ : ডেইলি মেইল।

ডেইলি মেইল জানিয়েছে, দীর্ঘ নয় বছর ধরে গ্রামে কোনও বিয়ে হয়নি। ২৫-৪৫ বছর বয়সী অবিবাহিত ছেলেদের সংখ্যা বেড়ে চলছে পাল্লা দিয়ে। অন্যদিকে পরিণয় না হওয়ায় আসছে না পরবর্তী প্রজন্ম। জনসংখ্যাও শেষ নয় বছরে কমে প্রায় অর্ধেক নেমে এসেছে। এমন নয় যে উজুমলু গ্রামের পুরুষরা দরিদ্র। মহিলাদের থেকে প্রত্যাখ্যাত হওয়ার দুঃখে জর্জরিত হয়ে অবসাদে ভুগছে ওই গ্রামের পুরুষরা।favicon59

Sharing is caring!

Leave a Comment