সিরিয়া থেকে কেনো সৈন্য প্রত্যাহার করলো রাশিয়া

সিরিয়া থেকে কেনো সৈন্য প্রত্যাহার করলো রাশিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়া থেকে রাশিয়া তাদের সামরিক বাহিনী প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর সেখান থেকে প্রথম রুশ সামরিক বিমান মস্কোতে ফিরে এসেছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গতকালই ঘোষণা করেন যে সিরিয়ায় তাদের সামরিক অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে এবং সে কারণে তারা সেখান থেকে রুশ বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এই সিদ্ধান্তের পরও রাশিয়া সিরিয়ায় কিছু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রাখবে যা মস্কো তাদের ভাষায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলার কাজে ব্যবহার করবে। জাতিসংঘসহ বিভিন্ন দেশ রাশিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

একবারে হঠাৎ করেই সোমবার সৈন্য প্রত্যাহারের ঘোষণার পরদিনই তা কার্যকর করতে শুরু করেছে রাশিয়া। কিন্তু এ সময় হঠাৎ করেই পুতিন কেনো সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিলেন – তা নিয়ে অনেকেই মাথা চুলকাচ্ছেন।

দামেস্ক থেকে বিবিসির লিস ডুসেট বলছেন, রাশিয়া এখন বিশেষভাবে চাইছে সিরিয়ার যুদ্ধ শেষ হোক। সামরিক সাফল্যের সুযোগে সিরিয়ার সরকার যাতে শান্তি মীমাংসায় কট্টর অবস্থান না নিতে পারে — সেটাই হয়তো রাশিয়া নিশ্চিত করতে চাইছে।

তবে সিরিয়ায় রাশিয়ার সামরিক তৎপরতা পুরোপুরি বন্ধ হচ্ছেনা। বিমান হামলা চলবে। রুশ বিমান ও নৌ ঘাটিও থেকে যাচ্ছে।

সূত্র : বিবিসি।favicon59

Sharing is caring!

Leave a Comment