দিনে ৪০ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে ইরান

দিনে ৪০ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে ইরান

  • আন্তর্জাতিক ডেস্ক

২০১৭ সালের মার্চ মাসের মধ্যে দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ৪০ লাখ ব্যারেল ছাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির তেলমন্ত্রী বিজান নামদান জাঙ্গানেহ এ ঘোষণা দিয়েছেন। আজ (০৬ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক খবরে এ তথ্য জানিয়েছে।

জাঙ্গানেহ জানিয়েছেন, চলতি বছর জানুয়ারিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে তার দেশের তেল উৎপাদন বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে বেড়েছে তেল রপ্তানিও। এখন মাসিক গড় রপ্তানির হার ১৩ লাখ ৫০ হাজার ব্যারেল।

খবরে আরো জানানো হয়, বাৎসরিক বাজেটে তেল রপ্তানির লক্ষ্যমাত্রা মাসিক ২২ লাখ ৫০ হাজার ব্যারেল ধার্য করা হয়েছে।favicon59

Sharing is caring!

Leave a Comment