আলজাজিরার অফিস বন্ধ করে দিয়েছে ইরাক

আলজাজিরার অফিস বন্ধ করে দিয়েছে ইরাক

  • আর্ন্তজাতিক ডেস্ক 

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার অফিস বন্ধ করে দিয়েছে দেশটি। ইরাকের যোগাযোগ ও গণমাধ্যম কমিশন এই সিদ্ধান্ত নিয়েরছ। তারো দেশের অভ্যন্তরের সংবাদ প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আলজাজিরার সাংবাদিকদের উপর।

কারণ হিসেবে বলা হয়েছে সংবাদ প্রকাশের নিয়ম ভাঙ্গার কারণে তারা আলজাজিরার লাইসেন্স বাতিল করেছে ইরাক সরকার। গত বুধবার ইরাকি কমিশন এ সংক্রান্ত  একটি চিঠি দিয়েছে আলজাজিরাকে। এদিকে আলজাজিরা প্রতিজ্ঞা করেছে যে কোন উপায়েই তারা ইরাকের সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে। তবে ইরাকি মিশনের এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে আলজাজিরা। আলজাজিরা বলেছে, ‘আলজাজিরা শুরু থেকেই চরম পেশাদারিত্ব এবং নিয়ম নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে আসছে এবং ইরাকের বর্তমান ঘটনাবলির সংবাদ পরিবেশনে তাদের সম্পাদক মণ্ডলী প্রতিজ্ঞাবদ্ধ।’

আলজাজিরার দাবি ইরাকি কমিশনের এই সিদ্ধান্ত বাক স্বাধীনতার সাথে সংঘাতপূর্ণ। তারা আরো দাবি করেছে আলজাজিরা কোন ধরনের আইন ভঙ্গের ব্যাপারে জড়িত নয়। তাদের বাগদাদ অফিস আবার চালু হবে বলে জানিয়েছে আলজাজিরা। favicon59

Sharing is caring!

Leave a Comment