নেতানিয়াহুর সাথে বৈঠক করলেন ওবামা

নেতানিয়াহুর সাথে বৈঠক করলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার বৈঠকে বসলেন। ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির ঘটনায় সম্পর্কের অবনতি হওয়ার পরপরই এ বৈঠক অনুষ্ঠিত হল।

সোমবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছুরিকাঘাতের সময় এক ফিলিস্তিনি গুলিতে নিহত হয়েছে। সেই সহিংসতার জের ধরে ওয়াশিংটনে এ বৈঠক। বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক সাহায্য জোরদার করতে চান নেতানিয়াহু। আলোচনার ফলে বার্ষিক সাহায্য তিন দশমিক ১ বিলিয়ন থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলারের উন্নীত করার পথ প্রশস্ত হবে।

এ বছরের জুলাই মাসে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির পর নেতানিয়াহু ও ওবামার মধ্যে সম্পর্কের অবনতি হয়। ইরানের সঙ্গে করা ওই চুক্তির বিপক্ষে অবস্থান ছিল ইসরায়েলের। favicon

Sharing is caring!

Leave a Comment