ড্রপআউট থেকে ‘ড্রপবক্স’

ড্রপআউট থেকে ‘ড্রপবক্স’

  • লিডারশিপ ডেস্ক

আরাশ ফেরদৌসিআরাশ ফেরদৌসি একজন ইরানি বংশোদ্ভূত মার্কিন উদ্যোক্তা। ২০০৪ সালে তিনি যুক্তরাষ্ট্রের ব্লু ভ্যালে নর্থওয়েস্ট হাইস্কুল থেকে পাস করে বের হন। ভর্তি হন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)। বিশ্ববিদ্যালয়ে শুরুতে তাঁর পড়ালেখাটা ভালোই চলছিল। সফলভাবে তিন বছর পার করার পর হুট করেই এমআইটি ছেড়ে দেন আরাশ। কেন? কারণ তত দিনে সহপাঠী ড্রিউ হস্টনকে সঙ্গে নিয়ে তিনি চালু করেছেন ‘ড্রপবক্স’। হ্যাঁ, জনপ্রিয় ‘ফাইল হোস্টিং সার্ভিস’ ড্রপবক্সের সহপ্রতিষ্ঠাতা এই আরাশ ফেরদৌসি। এমআইটির স্নাতকের সনদের চেয়ে নিজের প্রতিষ্ঠানটাকে দাঁড় করানোই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের সুফলও পেয়েছেন তিনি। ৪০ বছরের কম বয়সী সফল মার্কিন উদ্যোক্তাদের একটি তালিকা করেছিল ফোর্বস সাময়িকী। সেখানে ৩০তম অবস্থানে আছে আরাশ ফেরদৌসির নাম।

সূত্র: ফোর্বসfavicon59-4

Sharing is caring!

Leave a Comment