ইনডোর প্ল্যান্টের যত্ন-আত্তি

ইনডোর প্ল্যান্টের যত্ন-আত্তি

সাবরিনা তাবাসসুম : আজকাল অনেকেই ঘরের ভেতর স্নিগ্ধ এবং মনোরম পরিবেশ তৈরিতে ইনডোর প্ল্যান্ট সাজিয়ে রাখেন। স্বল্প খরচে ঘরের ভেতর, অফিসের কোন একটি কোনায় অথবা আপনার ছোট্ট বারান্দায় বিভিন্ন পাতাবাহার এবং ক্যাকটাসসহ আরও নানা প্রজাতির ইনডোর প্ল্যান্ট দিয়ে গড়ে তুলতে পারেন ছোট্ট সবুজ একটি বাগান অথবা প্রতিটি রুমেই আলাদা ভাবে ২/১ টি প্ল্যান্ট রাখতে পারেন। ঘরের ভেতর স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে এবং মানসিক চাপ কমানোর ক্ষেত্রেও আপনাকে এই গাছ গুলো অনেক সাহায্য করবে। এ ধরনের গাছের যত্নের জন্য রয়েছে বিশেষ কিছু নিয়ম। আসুন জেনে নিই সবিস্তারে …


p176d8htp213vv1uqpc1hic41qpp6০১। ঘরের ভেতর বা বারান্দায় এমন জায়গায় ইনডোর প্ল্যান্ট রাখতে হবে যেন খুব বেশি কড়া আলো না পড়ে আবার খুব অন্ধকারেও না থাকে। এক্ষেত্রে জানালার কাছে, অথবা বারান্দা হচ্ছে আদর্শ জায়গা। অফিসের জন্য এমন প্ল্যান্ট রাখা ভালো যেগুলোর জন্য সূর্যের আলোর প্রয়োজন খুব কম।

০২। আপনি যখন পানি দিবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন পানি গাছের গোড়ায় জমে না থাকে। অতিরিক্ত পানিতে গাছের শেকড়ে পচন ধরতে পারে। যে পটে অথবা টবে গাছগুলো রাখবেন খেয়াল রাখবেন সেগুলোর নিচে যেন অন্তত একটি ছিদ্র থাকে।

০৩। কিছু গাছের জন্য খুব অল্প পানির প্রয়োজন পড়ে। যেমন- জেড প্ল্যান্ট, ক্যাক্টাস, এ্যারেইকা পাম। এগুলোতে সপ্তাহে ২ বার অল্প পরিমাণে পানি দিলেই হয়। খুব ছোট ক্যাক্টাস থাকলে গোড়ায় পানি না ঢেলে সপ্তাহে ১ দিন পানি স্প্রে করে দিলেই হবে।

০৪। শুধু গাছের গোড়ায় পানি দিলেই হবে না। গাছের পাতায় সপ্তাহে ৩ দিন পানি স্প্রে করতে হবে। এর ফলে গাছের পাতায় ধুলো বালি জমবে না এবং গাছগুলোর মধ্যে সতেজ ভাব থাকবে। স্প্রে যন্ত্র বিভিন্ন নার্সারিতে পাওয়া যায়, দামও কম।

০৫। নতুন নতুন যারা ইনডোর প্ল্যান্ট লাগানোর চিন্তা করছেন তাদের জন্য মানিপ্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট আর ইংলিশ আইভি সবচেয়ে উপযোগী। কারণ এগুলো সহজেই বেড়ে ওঠে। মানিপ্ল্যান্ট যদি অনেক বেশি ছোট হয়, তাহলে স্বচ্ছ একটি কাচের বোতলে পানিতে রাখতে হবে। বোতলের পানি ৩/৪ দিন পর পর বদলাতে হবে। যখন শেকড় ভালো ভাবে বের হয়ে আসবে তখন পানি থেকে তুলে টবে মাটিতে লাগাতে পারেন। মাটিতে লাগানোর পর থেকে খেয়াল রাখতে হবে মাটি যেন আর্দ্র থাকে। মানিপ্ল্যান্ট কখনো সরাসরি রোদের আলোতে রাখা যাবেনা। স্পাইডার প্ল্যান্ট এবং ইংলিশ আইভির মাটি আর্দ্র রাখতে হবে এবং ঘরের যে অংশে তাপমাত্রা কম থাকবে সে অংশে রাখতে হবে। বারান্দায় রাখলে কম আলোতে রাখতে হবে।

potplanten০৬। গাছে অনেক সময় বিভিন্ন পোকা হতে পারে। এজন্য যখন যে গাছ কিনবেন, নার্সারি থেকে সেটা সম্পর্কে ভালো ভাবে জেনে শুনে কিনবেন। যেমন কী ধরনের পোকার আক্রমণ হতে পারে? ছত্রাক বা অন্য কোন কিছুর সংক্রমণ হলে কী ওষুধ ব্যবহার করতে হবে? এই ওষুধগুলো গাছ কেনার সময়েই নার্সারি থেকে কিনে রাখা ভালো।

০৭। আলো বাতাসের চলাচল একদমই নেই এমন জায়গায় গাছ রাখবেন না।

০৮। গাছের ডালপালা যদি বেশি ছড়িয়ে পড়তে থাকে তাহলে সেগুলো ছেটে দিন।

০৯। এ্যালোভেরা যদি লাগান তাহলে টবটি জানালার কাছে রাখুন যেন সেটা পর্যাপ্ত পরিমাণে আলো পায়। সপ্তাহে ২ বার টব ঘুরিয়ে দিন যেন এ্যালোভেরার সব অংশ আলো পায়। শুধুমাত্র তখনই পানি দিবেন যখন মাটি পুরোপুরি শুকিয়ে যাবে।

সবশেষে বলবো আপনার শখের গাছগুলোকে ভাঙ্গা পুরোনো টবে না রেখে, রঙ্গিন সুন্দর টব অথবা মাটির আকর্ষনীয় টবে রাখুন। তাছাড়া আপনি ঘরে বসে নিজেই পুরোনো টিনের কৌটার নিচে ছিদ্র করে তাতে রঙ করে এগুলো লাগাতে পারেন। favicon5

Sharing is caring!

Leave a Comment