প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থাকছে না

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থাকছে না

নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষার গন্ডি বৃদ্ধি পাচ্ছে। ২০১৮ সাল থেকে প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং তা হবে সম্পূর্ণ অবৈতনিক। সে কারনেই ২০১৮ সাল থেকে পঞ্চম শ্রেণীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আর নেয়ার সুযোগ থাকবে না বলে মত দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

পহেলা নভেম্বর শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী এসব কথা উল্লেখ করে বলেন, পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।

এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ২৩ লাখ ২৬ হাজার শিক্ষার্থী। গত কয়েক বছর ছেলে শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকলেও এবার মেয়ের সংখ্যা বেশি। খোজ নিয়ে জানা যায় এবছর মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ছেলেদের তুলনায় ১ লাখ ৬০ হাজার বেশি।

প্রতিবন্ধী পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশী পাচ্ছে। এমনকি তারা শিক্ষক, অভিভাবকের সহায়তায় পরীক্ষা দিতে পারবে।

গতবারের মতো এবারও বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্যান্য বিষয়ে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নপত্রের দুটি অংশ মিলে ৩৩ নম্বর পেলেই পাস বলে গণ্য হবে। favicon

Sharing is caring!

Leave a Comment