জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধা তালিকা প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধা তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এবারই প্রথমবারের মতো ভর্তি-ইচ্ছুকদের এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন লাখ ২০ হাজার ৯৫৩টি আসনের বিপরীতে দুই লাখ ২৫ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী এ তালিকায় স্থান দেওয়া হয়েছে। আগামী ২২ নভেম্বরের মধ্যে ভর্তি ফরম ডাউনলোড করে ২৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত ৬৫৭টি কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছে মোট পাঁচ লাখ ৪২ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেকোনো মোবাইল থেকে NU লিখে স্পেস দিয়ে ATHN লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নাম্বারে এসএমএস পাঠিয়ে মেধা তালিকার ফল পাওয়া যাবে।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা admissions.nu.edu.bd থেকেও ফল জানা যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে। favicon

Sharing is caring!

Leave a Comment