শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে শীতকালীন ছুটিতে রাবি

শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে শীতকালীন ছুটিতে রাবি

আতিকুর রহমান, রাজশাহী : শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে শীতকালীন ছুটিতে ৭ দিন সকল আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলসমূহু বন্ধ থাকবে। আর ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে ১৪ জানুয়ারি পর্যন্ত।

শনিবার সন্ধ্যায় রাবির ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন দ্যা প্রমিনেন্টকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩১ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সকল আবাসিক হল বন্ধ রাখার সুপারিশ করেছে প্রাধ্যক্ষ পরিষদ। কিন্তু আগামী ৮ জানুয়ারি বিসিএস পরীক্ষা থাকায় ৭ জানুয়ারি সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়া হবে।

ছাত্র উপদেষ্টা বলেন, ৩১ ডিসেম্বর দুপুর ১২টায় শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। এছাড়া ৩১ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে এবং ১৫ জানুয়ারি স্বাভাবিক কার্যক্রম চলবে।

এদিকে শিক্ষার্থীদের দাবি অগ্রাহ্য করে শীতকালীন ছুটিতে হল বন্ধের সিদ্ধান্ত নেয়া হলে শিক্ষার্থীদের নিয়ে বন্ধ হলে থাকার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এছাড়া প্রগতিশীল ছাত্র জোট, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হল খোলা রাখার দাবি জানিয়েছে। favicon5

Sharing is caring!

Leave a Comment