এবার পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করল রোকেয়া বিশ্ববিদ্যালয়

এবার পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করল রোকেয়া বিশ্ববিদ্যালয়

সজীব হোসাইন, রংপুর : মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালানোর দায় অস্বীকার করায় এবং নানা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় পাকিস্তানের সঙ্গে কোন সম্পর্ক রাখবে না বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি)।

রোববার (২০ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞতিতে আরও জানানো হয়, যতদিন পর্যন্ত বাঙ্গালীদের উপর পাকিস্তানিদের বর্বর হামলার ভুল স্বীকার করবে না এবং সেই সময়ের ক্ষতিপূরণ দেবে না, ততদিন পর্যন্ত পাকিস্তানের সাথে একাডেমিক, প্রফেশনাল ও গবেষণা বিষয়ক কোন প্রকার সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

কথা বললে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বলেন, পাকিস্তানের নানা বিতর্কিত কার্যক্রম প্রমাণ করে তারা এখনো বাংলাদের অস্তিত্ব স্বীকার করেনা। তাই পাকিস্তানের সাথে সকল সম্পর্ক ছিন্ন করা এখন সময়ের দাবি। এই সিন্ডিকেটের মাধ্যমে এটা কার্যকর করা হবে বলেও তিনি জানান। favicon5

Sharing is caring!

Leave a Comment