প্রতিপক্ষের হামলায় রাবিতে দুই ছাত্রলীগকর্মী আহত

প্রতিপক্ষের হামলায় রাবিতে দুই ছাত্রলীগকর্মী আহত

আতিকুর রহমান, রাজশাহী : পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর হামলা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের কর্মীরা। এতে প্রতিপক্ষের দুই কর্মী আহত হয়েছেন। আজ (১৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা ফজলুল হক হলের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন রাবি ছাত্রলীগ কর্মী এসএম সাজ্জাদ হোসাইন ও অনিক মাহমুদ বনি। গুরুতর আহত অবস্থায় বনিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্রে জানা যায়, পুর্ব শত্রুতার জের ধরে আজ দুপুর তিনটার দিকে শের-ই বাংলার হলের সামনে ছাত্রলীগ কর্মী সাজ্জাদের সঙ্গে রাবি ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান সুমন, মেহেদি হাসান (বহিস্কৃত), যুগ্মসাধারণ সম্পাদক (বহিস্কৃত) মাহবুবুর রহমান পলাশসহ সভাপতি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাজ্জাদকে মারধর শুরু করে সভাপতি গ্রুপের নেতাকর্মীরা। এসময় বাধা দিতে গেলে সাজ্জাদের সঙ্গে থাকা ছাত্রলীগ কর্মী সাকিবুল হাসান বাকীকেও মারধর করেন তারা।

সাজ্জাদ ও বাকী সেখান থেকে চলে গেলে হলের সামনে থাকা তাদের গ্রুপের কর্মী বনিকেও মারধর শুরু করে ছাত্রলীগ নেতা মেহেদি হাসান। তবে বনি তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় মেহেদি ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা ধাওয়া দিয়ে ধরে বনিকে আবারও মারধর করে। রডের আঘাতে পায়ে গুরুতর জখম হন বনি। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বনির ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে তার সমর্থক স্থানীয় ছাত্রলীগ কর্মীরা বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে বিক্ষোভ করেছে। তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

যোগাযোগ করা হলে ছাত্রলীগ কর্মী বাকী বলেন, ‘আমরা হলের সামনে এমনিতেই অবস্থান করছিলাম। এসময় কোনো কারণ ছাড়াই আমাদের উপর হামলা করা হয়।’

এ ব্যাপারে রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা জানান, মূলত ভুল বোঝাবুঝির কারণেই এমন ঘটনা ঘটেছে। সবাইকে নিয়ে বিষয়টি মীমাংসা করা হবে বলেও জানান তিনি।favicon59

Sharing is caring!

Leave a Comment