‘সচিবদের সম্পদ খতিয়ে দেখুন’

‘সচিবদের সম্পদ খতিয়ে দেখুন’

আতিকুর রহমান, রাজশাহী : চাকুরি শেষে অবসরে যাওয়া সচিবদের সম্পদের বিবরণ ও তার হিসাব খতিয়ে দেখতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নেতারা। আজ (১৮ জানুয়ারি) শিক্ষকদের লাগাতার কর্মবিরতির অষ্টমদিনে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান ধর্মঘট চলাকালে রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এই দাবি জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন সচিবদের সমান বেতন নিতে চাইলে পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়ে সচিব হয়ে যান। আমরা বলতে চাই, শিক্ষকরা কখনোই নিজেদেরকে সচিবদের সঙ্গে তুলনা করেন না। কিন্তু সচিবরা অষ্টম বেতন কাঠামোতে নিজেদের সুপার গ্রেডে উন্নীত করে শিক্ষকদের মর্যাদাকে অবনমন করেছে ।’

এটা শিক্ষকদের নতুন কোন দাবি নয় উল্লেখ করে প্রফেসর আনন্দ কুমার সাহা বলেন, এর আগে আমরা যে মর্যাদায় ছিলাম তা আমাদেরকে ফিরিয়ে দিতে বলছি। এসময় এর সম্মানজনক সুরাহার পথ খুঁজতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

অবস্থানে ধর্মঘটে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর মোহা. রেজাউল করিম, যুগ্ম-সম্পাদক শাতিল সিরাজ, নির্বাহী সদস্য ড. মর্ত্তুজা খালেদসহ বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক ।

অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন গ্রেড নিয়ে সৃষ্ট সংকট নিরসন ও অসঙ্গতি দূর করার দাবিতে গত ১১ জানুয়ারি থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও লাগাতার কর্মবিরতি পালন করে আসছেন শিক্ষকরা।

এদিকে একই দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (রুয়েট) শিক্ষকরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছেন। ফলে উত্তরবঙ্গের এ দু’টি সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

আর এসব কারনে সেশন জটে পড়ার আশঙ্কা করছেন অনেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, বেতন কাঠামো নিয়ে সরকার ও শিক্ষকদের এমন দরকষাকষিতে আমরা অনেকটা জিম্মি হয়ে পড়েছি। এসময় তারা, অনতিবিলম্বে এ সমস্যা সমাধানের জন্য সরকার ও শিক্ষকদের প্রতি অনুরোধ করেন।favicon59

Sharing is caring!

Leave a Comment